নিজেকে নিজের বিরুদ্ধে
-মাহফুজ
সকালটা হলে পরে
প্যান্ট কোট সু পড়ে
আনি আগে জমিদারি
ভাবটা,
বাইকটাতে চেপে চড়ে
বের হই বাড়ি ছেড়ে
সাথে লই বাজারের
ব্যাগটা।
দুপুরের আগে পরে
জোটটাকে সাথে করে
ঘোরাঘুরি করে চলি
এলাকায়,
মতলব থাকে মনে
কারণে বা অকারণে
কাকে বাগে আনা
যায়।
বিকেলের আগে আগে
কাউকে ফেলে বাগে
কাবু করি ক্ষমতার
দাপটে,
হবে তোর বড় ক্ষতি
থাকবেনা কোন গতি
মাল যদি না দিস
পকেটে।
সন্ধ্যার পরে পরে
ওই ব্যাটা বাটে পড়ে
গোপনে এসে দেখা
দেয়,
মালপানি নিয়ে পরে
বাতেলা দেই ছেড়ে
আমাদের না দিয়ে বাঁচা
দায়।
ভাগাভাগি শেষ করে
বাইকটাতে তেল ভরে
ব্যাগ হাতে ছুটে যাই
বাজারে,
কিনি সবই মন ভরে
বাজে না দামে দরে
ব্যাগ ভরে রাতে ফিরি
ঘরে।
বলে খাব ছলে খাব
কৌশলী হয়ে খাব
টেবিলের তলে নিব
ঘুষটা,
সভা সমাবেশে যাব
বক্তৃতা কালে কব
অনিয়মে ভরে গেছে
দেশটা!