Posts

কবিতা

দেশমাতা

June 10, 2024

মো: তারিফুল ইসলাম

42
View

এদেশ আমার পরাধীনতার শিকার লুটে নিয়ে গেল যারা,
মৃত্যু জেনেও লড়াই গেল দেশ দিল না তারা।
স্বদেশ প্রেমীর জীবন বাজি যুবক শ্রেণির দল,
স্লোগানে স্লোগানে যুদ্ধে নামে ভেঙে দিয়ে শৃংখল। 
বুটের পায়ে খড় খড় ধনি আগুনে পুড়ালো ঘর, 
মায়ের সামনে পুত্র হত্যা আপন হলো পর। 
রক্ত স্রোতে ভাসলো দেশ মুক্তি কোথায় বলে, 
অবুঝ শিশু নারী বুড়ো সব মারলো  দলে দলে। 
তাইতো আলপি বসে থাকেনি বয়স বিশেক হয়, 
চোখের সামনে এত নিপিডন সহ্য হওয়ার নয়। 
দেশ হলো ১১ ভাগ এলো স্বাধীনতার ডাক, 
সেক্টরে সেক্টরে তুমুল যুদ্ধ পাকিস্তানি অবাক। 
আলপির হাতে বন্দুক ছিল ছাড়লো বোমা ও গুলি, 
মুহূর্তের মধ্যে ক্যাম্প যত যেন ধোয়ায় গেল উড়ি। 
মুক্তি বাহিনী মিত্র বাহিনীর সম্মুখ যুদ্ধের চাপে, 
দেশ ছেড়ে গেল হানাদার বাহিনী বুক দুরু দুরু কাঁপে। 
লাল সবুজের পতাকা নিয়ে দৌড়ালো অবুঝ শিশু 
আজ আর কেউ বাধা দেয় না তাকে ডাকে না আর পিছু।
আলপি তার নাতিকে নিয়ে মাথায় দিল হাত, 
এই বুঝি বুঝছি আমি স্বাধীনতার স্বাদ। 

Comments

    Please login to post comment. Login