Posts

কবিতা

বন্দুকের রোষানলে (Premium)

June 11, 2024

মোহাম্মদ আরাফাত রহমান সাকিব

Original Author মোহাম্মদ আরাফাত রহমান সাকিব

বন্দুকের রোষানলে

মৃদু হাওয়া বয়ে যায়
নিরবের কিনারায়
একা একা ভেবে কাকা
জীবনটা ঘুম খায়

দুই ফিতায় বাধা সোল
ভবঘুরে চঞ্চল
সরলেই হাসি খাই
পথে আমি অবিচল

একা একা আসি নি
রাত জেগে বুঝেছি
দিনটাকে চিনি গিয়ে
ক্রমশ মরেছি

ক্লাসের ফাঁকে জানালার বাকে
দেখেছি পেশাজীবির চাহনি
পঁচিশ বছর পড়ে অকেজো হয়েছি তাই
জানি না লোকের কাহিনী

কংক্রিটে চাপা ঢেউ
বলবে না কাকে কেউ
জাদুঘরের পাপী তাই
দূর্ভিক্ষে কাগজ ছাপায়

পুঁজিতেই নাকি বাড়ে বল
সত্যের ভাঙা কল
পশ্চিমের হাওয়া লেগে
মুসলিমরা বাধে দল

চোখে চোখে হয় কথা
মুখ খোলে কাগজে
আপন পর ভুলে গিয়ে কবে
বাঙালিরা মগজে

প্রাচ্যের লোক তাই
ভেঙে ভেঙে জুড়ে যাই
মোমবাতির আগুনেই
সমঝোতা সুখ চাই

রক্ত রক্ত হয়ে গেছে শক্ত
মানুষের নিবাসে নই
মানবের ভক্ত
সত্য সত্য গায়েবি সত্য
তৃতীয় চোখ বিনা
দুইপাড়েই বন্ধ
ললাটকে দোষ দিয়ে
চোখ খুলে অন্ধ

দোষ কার সমাজের
ভোগবাদী আমেজে
দর্শকদের ভূমিকায়
ভোক্তার অধিকার
নিজ হাতের রান্নায়
চাটু করে জমিদার
ছলনায় জিতে গিয়ে
প্রজার নামে সৎকার

সমাজের কি দোষ
জনে জনে নেই হুশ
শান্তির কথা বলে
রক্তকে টেনে চোষ
কংকাল মরে গেলেও
ছাড়বে না একটি কোষ

জীব জীব লড়ে হায়
সমানে সমানে কি জেতা যায়
জিত এমন প্রাপ্তি যা
মরে গিয়ে জানা যায়।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login