ফ্রম লাদাখ উইথ লাভ! (Part 03 - The End) (Premium)

June 11, 2024

Ivan Ahmed

একেএকে গেলাম শান্তি স্তুপা-যার দেয়ালে চিত্রিত গৌতম বুদ্ধের জীবন । গেলাম শে প্যালেস, একসময় যা ছিল স্বর্ণাবৃত। গেলাম লোকাল তিব্বতি মার্কেটে, ঘুরলাম লেহ-লাদাখ সিটির গলিঘুপচি । স্থানীয় অলঙ্কার, স্থানীয় পোশাক, স্থানীয় মানুষ, ঘুরলাম দেখলাম সব এবং ঠিক তখনি মনে সংকল্প করে ফেললাম, স্বদেশ থেকে ৩,২০০ কিলো দুরের এই মায়াবী প্রদেশে আমি আবার আসবো, আসতেই হবে! লেহ-লাদাখ এখন আরেক ভালোবাসার নাম!

This is a premium post. To read the rest of it, please purchase this post. And support the author