পোস্টস

বাংলা সাহিত্য

‘রৌজা’ গীতিকবিতা পর্ব (১৫)

১১ জুন ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

৭১ 

মন রে 

         বলছি—শোন তা হলে 

                  বোকা হয়ো না তুমি।

তোমারে 

         ভুলিয়ে রাখুক সকলে 

                  ভুলো না বন্ধুরে তুমি॥

 

যত হয়েছে সংসার আপন 

         কাজে এসেছে কার—কখন? 

লেনদেন বাড়িয়ে ফিরছে শূন্যে 

         জগৎ হয়নি কারও ঠিকানা দামি—

                  বোকা হয়ো না তুমি॥

 

অমনে 

         যেতে হবে—রেখো স্মরণে 

                  কাজে আসবে না কোনোটি।

জীবনে 

         করেছ কী সঙ্গী পাবে তারে 

                  জমা রইবে কামাই এতটি॥

 

মানুষ হয়ে এলেও সবাই 

         মানুষ বনা সকলের দায়! 

হতে পারো তো মানুষের মতো মানুষ 

         তবেই তুমি সফল—একমাত্র নামি—

                  বোকা হয়ো না তুমি॥

                  ৭ আশ্বিন, ১৪২৫—মানামা, আমিরাত 

৭২ 

আমার এ ভালোবাসা তবে 

         কালকেও রবে, 

                  রবে অনন্তকাল 

         আমি শুধু রবো না কাল। 

কালকেও বাগানে ফুল ফুটবে 

         কালকেও কাননে পাখিরা গাবে—

                  কালকেও হাসিমাতি এসব দিনরাত্রি 

চলছে চক্রটি—চলবে সমান্তরাল—

         আমি শুধু রবো না কাল॥ 

 

আমি থাকি বা না থাকি 

         ফারাক পড়বে নাকি, 

                  কে কারে মনে রাখবে

         আমার মতো কত আবে-যাবে। 

দুনিয়াটা আপনা আপনা ভাবনা 

         আপনা আপনা বাঁচনে জল্পনা—

                  কল্পনা—কে কারে পিছে ফেলবে 

চলছে দৌড়—চলবে আগামী কাল—

         আমি শুধু রবো না কাল॥ 

                  ১৭ আশ্বিন, ১৪২৫—মানামা, আমিরাত 

৭৩ 

বিষয়টা আমাকে বড়বেশি ভাবায় 

রহস্যটা জানাবে কি বন্ধু আমায়? 

         এরকম করলে কেন জীবনী 

         দুনিয়ার জীবনধারা এমনি 

কেউ হাসছে আর কেউ ভাসছে কান্নায়! 

রহস্যটা জানাবে কি বন্ধু আমায়?। 

 

কারও ঘর নেই আর কারও সুবর্ণবাড়ি 

কার অশ্রুয় ভাসছে কার প্রমোদতরী! 

         অভাব-উপোসে কেউ মরছে 

         কেউ ভোজনে হাওয়ায় ওড়ছে 

কেউ কৃতজ্ঞতা ভুলছে শ্রম বিনে পায়! 

রহস্যটা জানাবে কি বন্ধু আমায়?। 

                  ২২ আশ্বিন, ১৪২৫—মানামা, আমিরাত 

৭৪ 

আমার মনে এ আফসোস 

                  রয়ে গেল প্রিয়ে, 

নাই বলতে নাই আমার 

         কোনো যোগ্যতাই গিয়ে! 

না হতে পারলাম জ্ঞানীগুণী জন 

         না করতে পারলাম কর্মশোভন, 

জন্ম নিতে পারিনি আমি 

                  কোনো সৌন্দর্য নিয়ে।

আমার মনে এ আফসোস 

         রয়ে গেল প্রিয়ে॥ 

 

তোমার মনে এ প্রশ্ন 

                  থাকতে পারে বন্ধু,

কী হলাম বা না হলাম 

         খেদ কেন শুধু? 

মানুষ হয়েও কেউ কেউ রাড় 

         মানুষ হওয়াটা বিরাট ব্যাপার,

হতে পারলাম কি মানুষ 

                  আছি বড় সংশয়ে। 

আমার মনে এ আফসোস 

         রয়ে গেল প্রিয়ে॥ 

                  ২২ আশ্বিন, ১৪২৫—মানামা, আমিরাত 

৭৫ 

করুণাময়! 

তোমার কারুণ্যে ডুবে আছি নিশ্চয় 

নিশ্চয় তুমি দয়ালু—না, নেই সংশয় 

         দয়াময়! 

তুমি ‘হও’ বললেই হয়ে যায় তাহা 

তুমি ‘রও’ বললে থেমে যাবে জাহাঁ 

তোমার হাতেই ভাঙাগড়ার বলয় 

                  দয়াময়! 

নিশ্চয় তুমি দয়ালু—না, নেই সংশয়॥ 

 

দরদবান! 

দরদের অশ্রু যারা নিভৃতে পিয়ে যান 

তারা আর কত বাড়াবে ওপারের শান 

         কৃপাবান! 

এখানে লাঞ্ছিত কারা—ওখানে সার্থক 

বুভুক্ষু বুঝে না প্রভু ভালোমন্দের ফরক 

উপোসির কাছে বেকার মঙ্গলজয় 

                  করুণাময়! 

তোমার কারুণ্যে ডুবে আছি নিশ্চয়॥ 

                  ৩০ আশ্বিন, ১৪২৫—মানামা, আমিরাত