পোস্টস

গল্প

ডিসেম্বরের বৃষ্টি (প্রিমিয়াম)

১১ জুন ২০২৪

জেরিন সুলতানা

কত সহস্রাব্দ নক্ষত্রের রাত পেরিয়ে গেছে,,,,, পৃথিবীর মানুষগুলো এখনো থেমে যায়নি। দীর্ঘশ্বাস,হাহাকার,আর্তনাদ,হতাশা,নিঃশব্দে কপোল গড়িয়ে পড়া লবনাক্ত তরলে পৃথিবীর চাকা এখনো ঘুরছে।
আমি এক যাযাবর। সময়ের আদিলগ্ন থেকে ছুটে চলেছি অসীমের পথ ধরে, গন্তব্য মহামিলন। এই ছুটে চলাতে আমি ক্লান্ত,পথের সব সৌন্দর্য আজ আমার চোখে ম্লান,একজোড়া ক্লান্ত চোখে আমি তাকিয়ে আছি সেই সূদুর শহরের একছটা আলোর দিকে, যে আলোতে দূর হয় মহাযাত্রার সমস্ত অন্ধকার।

বৃষ্টি পড়ছে, টিপটিপ বৃষ্টি না। অঝোর ধারায় ঝুম বৃষ্টি গড়িয়ে পড়ছে টিনের চালা বেয়ে

এটি একটি প্রিমিয়াম পোস্ট।