Posts

কবিতা

শান্তিদূত-যমদূত

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

আমি,তুমি, ইনি, তিনি, সবি, মিলি এ সমাজ, আরবার,
আমার আমিতে মজেছি, এ কী! খবর রেখেছি কবে কা'র?
কত বসে, পলে পলে, কত দিন করেছি পার,
কী হলো আহ! বদ্ধ দোয়ার! মাজলুমের করাঘাত!

ঘরের ভিতরে, বিভোর স্বপ্নে, শেষ হবে কি মরন-ঘুম ?
শ্রান্ত, ক্লান্ত,হত, ক্ষত, দেখ, সৃষ্টির সেরা মাখলুক।
ত্রাহিত্রাহি মানবতা, দয়া, মায়া,সমবেদনা, বিশ্বের-বিস্ময়!
কে দিবে দিশে দিকে দিকে সবে, মানবতা উদ্ধারে, সময়ের প্রয়োজন।

যুগে যুগে মানবতা, ধর্ম, তন্ত্র, মন্ত্র, দরদী, সেবা-সুশ্রুষা,
জাতি-পুঞ্জ, জাতি সংঘ, উল্টা-পাল্টা, দালালী চালের খেলা।
শান্তির কথা বলে, শান্তির সাথে চলে স্বার্থের কষাকষি,
স্বার্থ হাসিলে হাত মেলাতে দারুণ-নিদারুণ কৌশলী।

যমদূত সাজে শান্তির দূত (!), করে যায় শত চুক্তি,
কোটি কোটি টাকার অস্ত্র-চালান, ভিত গড়ে অশান্তি।
আসার গতিতে দেখিবে! সবে, এক নিমিষেই রণ হবে শেষ,
সুরাহার কথা বলে, ভিড়িয়া কাছে, করে সর্বনাশ দেশ-খেশ।

সমাধান সেতো, দূর, কতদূর, সুদূরপরাহত,
এক দলে মিলে, পক্ষ সাজে, করে কৌশল কত!
"মামার জয়", বুলিতে, স্বার্থান্ধ, স্বার্থপর, ধুলো দেয় বিশ্ব-চোখে,
বছরে বছরে কত দেশ পুঁড়ে, ছারখার করে, মিথ্যা অজুহাতে।

Comments

    Please login to post comment. Login