শান্তিদূত-যমদূত-০২
June 11, 2024
ARIFUL ISLAM BHUIYAN
নিরাপত্তা, শত্রু দমন, উন্নয়ন, উন্নতি,করিতে শক্তিশালী,
দেশে দেশে পাকা করে ফেলে এঁটে স্বার্থের ব্যবসায়ী।
সাহায্য-সহযোগিতা! চলে কষাইয়ের কষাকষি,
শত সহস্র, অযুত-নিযুত, শর্তের ছড়াছড়ি।
স্রষ্টা না সৃষ্টি, কারো কাছে নেই, দায়-বদ্ধতা, ওরা স্বেচ্ছাচারী,
ক্ষমতার পথে চলে, দোহাই জনগনের, জনগন সব, সবি।
ক্ষমতা করতলে, যায় যাবে যায় সব ভূলে,
বঞ্চিত, মাজলুম,তা'রে পূজে, নাই পথ খোলা নাই প্রতিবাদে।
রাত: ১২:৩০ মিনিট।
১২/০৯/২০১৭ ঈসায়ী সাল।
১২/০৯/২০১৭ ঈসায়ী সাল।