পোস্টস

কবিতা

আলো_স্পর্শ

১২ জুন ২০২৪

আব্দুল মাজেদ

মূল লেখক আব্দুল মাজেদ

আলো_স্পর্শ
আব্দুল মাজেদ।

 

আলোর 
স্পর্শে সুখ আসে?
নাকি 
দুখ আসে? আবারও 
একবার 
তা স্পর্শ করে 
দেখি।
আবারও একবার তা
ক্ষুধা
হৃদয়ে ছুয়ে নেই।
কঠিন 
মরনের ঐ পথে, 
ফিরে 
যেতে চায় কে আবার?
ওরে
ভরে যাক তোর হৃদয় 
তাঁদের 
আলোতে আলোতে।
তুই কি
আজ দোয়া করলি তোর
হাতে
নিজেকে নিজেকে?
এমন 
দোয়াও কী মানা হয়
আলোর 
প্রধান উৎসতে?