Posts

কবিতা

শঙ্খের জিভের খোঁজে জল

June 12, 2024

আলতাফ শেহাব

118
View
কাব্যগ্রন্থ: নুন আগুনের সংসার

শঙ্খটি সমুদ্রপাড়ের বালিঝুলির হাটে কেনা। অজস্র কাঁটার শরীর; আদরে আদরে শঙ্খের জিভ খুঁজি। বারবার শঙ্খের কাছে যাবার আকুতি। ঝড় ওঠে। ভাবি- শঙ্খটির পুরুষ ছিল, ছিল আদর করার মানুষ। সে আমাকে সুড়সুড়ি দেয় পুরুষ ভেবে। পুরুষ হয়ে উঠি কামচোখে। ছুটে গিয়ে জলে মজি। আদরখাকী জল- সমস্ত শরীরে আমাকে চুষে খাবার আয়োজন। সবশেষে ক্লান্ত হয়ে শঙ্খটিকে সপে দেই জলের শরীরে। শঙ্খের গভীরে জল তাড়নার আগুনে ঢেলেছে বিষ। শঙ্খের জিভের খোঁজে জল অনন্ত ভ্রমন শেষে ছুটে আসে আমার কোমরের কাছে-

আবার হানা দিই দেবীর মৌচাকে
তলিয়ে যাই রসের গভীরে।

Comments

    Please login to post comment. Login