পোস্টস

কবিতা

অনল জলের চিহ্নগুলো

১২ জুন ২০২৪

আলতাফ শেহাব

কাব্যগ্রন্থ: নুন আগুনের সংসার

শহরের সব কৃষ্ণচূড়া এবং রাধাচূড়ার শরীর
যেন আজ গোধূলির বিষণ্ন কাফনের মতো।

জামরুলের রসালো শরীরে জমে আছে
চৈত্রের দুপুরের মতো অদ্ভুত বিরক্তির জলপাই।

প্রিয়সর্বনাশের ক্লান্ত বেদনার মতো মুখটির
স্মৃতির ঢেউয়ে অসহায় ডুবসাঁতার।

সর্পিল বক্রতায় হেঁটে চলে ধোপানীর ধাতব তাপযন্ত্র
ঈশ্বরীর দেহে কামনার খই ফোটে নবান্নের মটরশুটির মতো।

নৈঃশব্দের ডানা ভাঙ্গা ডাহুকির ধ্যান ভাঙ্গে
বেহুলার জৈব প্রেমের প্রতি অংক সময়।

পাতা ঝরায়- লজ্জ্বায় লাল ফাল্গুনের শিমুলবন
রঙধনুর প্রচলিত সাত রঙে জলজ ছন্দপতন
ঝি-জলে শুদ্ধ হয় জাতে ওঠা ক্ষ্যাপা বাউল
সুর তোলে বেনোজলে ভেসে যাওয়া নারী-পুরুষ
আমাদের ইচ্ছার ঘুনপোকারা আর্তনাদ ক’রে ক’রে
ক্লান্ত হোক; ঘুমিয়ে পড়ুক- কালঘুমে।