একদিন মৃত্যুর যোনির ভেতর
গ’লে যায় মানুষ; সাদা বরফের মতোন
জল হ’য়ে যায় সকল সম্ভাবনা
এ মৃত্যুর উৎসবে
আমি আবার একা হ’য়ে যাই
নির্জন দুপুরে অশ্বত্থের প্রাচীন বিবর্ণ শরীরে
পাখিদের মিছিলে একা আমি
পাতার শরীরে ভাঙ্গে আলাপের প্লাবন
দুপ্ করে জ্বলে ওঠে বিভীষিকা ভয়
অলৌকিক বর্ষণে রঙের আকাশে
বহুবার মরে গেছে মেঘ
পরমার সাথে স্নানের পথে হেঁটে হেঁটে
মমতা আর ক্লান্তিতে প্রতিদিন থেমে গেছি
তার রঙহীন নিরুত্তাপ মন্দিরের ঘাটে