এক ঝড়োসন্ধ্যায়
হন্তদন্ত ছুটে এসে বলেছিলে
গানদু’টি শুনিও; এমন আকুতি-উত্তাপ
আর কোন দৃষ্টিতে দেখিনি
একাগ্র চাতক আমি এক
নদী এবং তোমার গল্পে অনন্ত শোক
যে ফুল আমি ভালবাসি
আর যা কিছু তোমার আমার
নরম রোদের নগ্ন বিকেল
খোঁপার কাঁটায় বিষের ছোবল
দীর্ঘ যাত্রার ক্ষুদ্র দু’এক মূহুর্তকাল
যাওয়া কিংবা আসার গল্পে দু’একটি রাত
ছুঁয়ে দেখো সেই হাত