পোস্টস

কবিতা

দূরতম জোছনা এবং সকাল

১৩ জুন ২০২৪

আলতাফ শেহাব

কাব্যগ্রন্থ: নুন আগুনের সংসার

না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে
                          -রবীন্দ্রনাথ ঠাকুর

দায়হীন সন্ধ্যার মতো মুছে যায়
দূরতম জোছনা এবং সকাল
প্যাঁচার চোখের মতো
দীর্ঘ সময় ব্যায় করা যায়
কখনো কোন-কোন অনাঘ্রাত চকোলেটে

নিশীপাওয়া মানুষের মতো
এরকম বহু রাত যাপন করেছি
দূরতম জোছনায় বিগত চাঁদের রাতে
চূড়ান্ত ক্লেশে হেঁটেছি সকালের পথে

দায়হীন সন্ধ্যার মতো সত্যিই মুছে যায়
নিশীপাওয়া কিছু কিছু মানুষের
দূরতম জোছনা এবং সকাল