Posts

কবিতা

আমায় তোমরা নিও

June 13, 2024

আলতাফ শেহাব

কাব্যগ্রন্থ: নুন আগুনের সংসার

দিন এবং রাতের আর সন্তাপ নেই; ক্ষ্যাপা
যারা তোমরা কান্না দেখো, কাঁদো
আমায় তোমরা নিও

ভেতর এবং বাইরে আর বৃষ্টি নেই; শুকনো
যারা তোমরা কাছের মানুষ, কাছে থাকো
আমায় তোমরা নিও

চোখ এবং দেখায় আর স্বস্তি নেই; আঁধার
যারা তোমরা স্বপ্ন দেখাও, দেখো
আমায় তোমরা নিও

মানুষ এখন একলা বাঁচে; নিজের সাথে
যারা তোমরা মিছিলে যাও, হাঁটো
আমায় তোমরা নিও

Comments

    Please login to post comment. Login