প্রানান্তকর সংগ্রাম শেষে একেকদিন
তাহাদের সাথে বিকেলে ঘাসের ’পরে
বিদির্ণ হ’তে হ’তে বিষে; পথহারা
শ্রান্ত পথিকের মতো নির্জন বিকেলেরা
অথচ পুনর্বার নির্মোহ হয়ে উঠেনা
নগরে প্রতদিনই পথে পথে বিবিধ মঞ্চে
এরকম জড়ো হয় জমির দালাল, প্রেমিক জুটি
অনভিজ্ঞ কবি ও অচেনা গন্ধে বকুলের তামশা
সকলের মনে সাপলুডু খেলে যায় আশা
প্রেমের ফেরিওয়ালা দীর্ঘদেহি মহিলাটি
মৃদু কাঁপন তুলে যায় তাহাদের মনে
বিদির্ণ হ’তে হ’তে ঘরেই ফিরে যেতে হয়
এই মৃত নগরীর সোডিয়াম আস্ফালনে