সকালের রোদ
বৃক্ষের মাথা ছোঁয় সবার আগে
অথচ ঘনজঙ্গলে
ভোরের আলো ছুটোছুটি করে
ভূমিসংলগ্ন ঘাস ফুলের পায়ে পায়ে
পৃথিবীর যে কোন গণিত বলে দেবে
তাপ আর আলোর দ্বন্দ্বে আলোই বেশী যায়
তবুও কিছু পথিক হাঁটেন ...
প্রিয় জারুলের শুশ্রূষায়
জলের আসা-যাওয়া পতনের রঙ ধরে
প্রসিদ্ধ স্টেশন হ’তে উর্ধ্বগামী ট্রেনে
কৃষ্ণচূড়ার মোহ ফেরি ক’রে ক’রে
নিস্ফলা ফেরে সন্নাসী নিম্নগামী ট্রেনে
এইসব নিয়মিত ব্যাধিগুলো নিত্যদিনের