Posts

কবিতা

হংসমিথুন

June 13, 2024

মোঃ বজলুর রশীদ

Original Author মোঃ বজলুর রশীদ

69
View

ডানা মেলে মোরা হংসমিথুন হয়ে
বয়ে চলেছি শাপলা বিলের তরে,
মেঘের আড়ালে নীল গগনে
জলের ঢেউয়ে অপরূপ আনন্দে।

ছুটে চলেছি মোরা অজানা পথে
হাসির ঝর্ণা পাখির গানে ,
মেঘের গর্জনে বৃষ্টি স্নানে
দূর বহুদূর ওই কাশবনে।

বানাবো বাসা মোরা আপন মনে
ভালোবাসার রঙিন আবরণে,
খেলা করবো মোরা গহীন মনে
ছুটে চলেছি অনেক স্বপ্ন নিয়ে।

সূর্যের আলোয় যখন পৃথিবী হাঁসে
আমাদের স্বপ্নগুলো দুনয়নে ভাসে ,
বিলের জলের  বুক চিরে ছুটে চলেছি
হংসমিথুন হয়ে আপন মনে ।
 

Comments

    Please login to post comment. Login