লেখক প্রোফাইল

মোঃ বজলুর রশীদ
  • স্ট্যাটাস অ্যাক্টিভ
  • মেম্বার হয়েছেন ১০ জুন ২০২৪
  • পোস্ট সংখ্যা ৩১
  • পোস্ট কিনেছেন
  • পোস্ট বিক্রি হয়েছে

মোঃ বজলুর রশীদ

আমি একজন শিক্ষক,কলেজে মনোবিজ্ঞান পড়াই ও নিজে পড়ি ।

মো: বজলুর রশীদ, ৩ জানুয়ারি ১৯৮১ ইং সালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলাধীন জলঢাকা সদর ইউনিয়নের চেড়েঙ্গা গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত মোঃ শামসুদ্দিন ও  মাতা মোছাঃ রশিদা বেগম। । চার ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা  (ইরিনা রশীদ) ও এক ছেলে (মুহাম্মদ বিন রশীদ)সন্তানের জনক। তার সহধর্মিনী মাহমুদা সামিহা ফাওজিয়া ।
তিনি জলঢাকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে, জলঢাকা মডেল দ্বি-মুখী পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৫ ইং সালে এস.এস.সি পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি জলঢাকা সরকারি কলেজ থেকে এইচ.এস.সি এবং সরকারি আজিজুল হক  কলেজ বগুড়া থেকে  মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি  নীলফামারী জেলাধীন জলঢাকায় একটি কলেজে অধ্যাপনা করছেন।তার সাহিত্যকর্মগুলো মধ্যে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ " কাব্যে ফুলের সুবাস" - "৯৫ কাব্য সম্ভার" -"কাব্য কলি" -"রুহ"-" আকাশ ভালোবাসি"এবং "শেষ চিরকুট" উল্লেখযোগ্য।

সব পোস্ট