Posts

কবিতা

অদ্বিতীয় ভালোবাসা

June 20, 2024

মোঃ বজলুর রশীদ

Original Author মোঃ বজলুর রশীদ

 

আমার ভালবাসা ঠিক
স্বপ্নের নদীর মত !
যা প্রবাহিত হয়,
শান্তি ও সৌন্দর্যের ,
তৃণভূমির মধ্য দিয়ে ।

যা আমার মনকে প্রশান্তি দেয়
আমাকে আনন্দ দেয় !
যা আমাকে শক্তি দেয়,
আমার আবেগকে পরিপূর্ন করে।

আমার ভালবাসা 
হিমালয়ের মত শক্ত ,
গোলাপ পাপড়ির মত নরম
যার সৌন্দর্য কখোনো ,
শেষ হয় না ।

আমার ভালবাসা
প্রাণবন্ত  রঙের রংধনুর মতো !
যা আমার জীবনকে ,
বিস্ময়কর রশ্মি  দিয়ে আলোকিত করে!

অনেক কষ্ট ও হতাশার
সময় আশা নিয়ে আসে !
দুঃখ ও হতাশার মাঝে,
আমাকে সান্তনা দেয়।

আমার ভালবাসা নিঃশর্ত ও চিরন্তন,
যা কখনই ম্লান হয় না ,
তবে চিরকাল দাঁড়িয়ে থাকে ।

আমার ভালোবাসা সবচেয়ে
মূল্যবান উপহার  যা কখনও
কল্পনা করতে পারি না,
আমি এই ভালবাসার উপহারের জন্য,
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।
 

Comments

    Please login to post comment. Login