ফিবোনাচ্চি রাশি মালা আছো তুমি মিশে
সূর্যমুখী ফুলের পাপড়ির বিন্যাসে !
নটিলাস ঝিনুকের খোলে
মৌমাছির পরিবার তন্ত্র ঘিরে !
পাইন গাছের রহস্যময় মোচাতে
ফুলকপির বিন্যাসে কচি পাতাতে !
বিভিন্ন গাছের শাখা বিন্যাসে
প্রকৃতির মূল রহস্য এই রাশিমালাতে !
86
View