Posts

কবিতা

আবেগ .....

July 2, 2024

মোঃ বজলুর রশীদ

Original Author মোঃ বজলুর রশীদ

কিছু আকাঙ্ক্ষা থাকে অবচেতন মনে
কিছু স্মৃতি জমা থাকে মস্তিষ্কে,
কিছু চিন্তা - দুশ্চিন্তা আর কিছু স্বপ্ন
সবগুলোই গুরুমস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে থাকে ।

বাকি আবেগগুলো আমার কে নিয়ন্ত্রণ করে বলতে পারো?
আমি যদি বলি বাকি আবেগগুলো তুমি নিয়ন্ত্রণ করো, তাতে কি আমার ভুল বলা হবে ।

জানি ভুল হবে না.....
খুশি নামের যে আবেগটি রয়েছে তা তুমি কেড়ে নিয়েছো সৃষ্টি করে দিয়েছো আরেকটি আবেগ দুঃখ ।
দুঃখের ফলে মনকষ্ট আবেগটি আমাকে তাড়িত করে।
হাসতে ভুলে গিয়েছি, হাসি নামের আবেগটি হারিয়ে গেছে আমার জীবন থেকে।
হিংসা নামের আবেগটি যখন তুমি অন্যের হাত ধরে চলে গিয়েছিলে তখন সৃষ্টি করে দিয়েছ।

কান্না নামের আবেগটি এখন আমার জীবনের সঙ্গী , শুধু কান্না নামের আবেগ নয়, আমার যত আবেগ আছে সবগুলো সৃষ্টির মূলে রয়েছ তুমি।

আর কত নিয়ন্ত্রণ করবে আমার আবেগকে, এই আবেগগুলো থেকে আমাকে কি মুক্তি দেয়া যায় না ?
কষ্টের স্মৃতি গুলো কি মস্তিষ্ক থেকে মুছিয়ে দেয়া যায় না ?
রোবট হয়ে আমি বাঁচতে চাই পৃথিবীতে , কারণ রোবটের কোন আবেগ নেই ।

Comments

    Please login to post comment. Login