যে যায় লঙ্কায় সে হয় রাবন
এ কথা চির সত্য অম্লান,
ক্ষমতায় যে করেছে আহরণ
সে হবে রাবন।
ক্ষমতার মসনদে বসে যে জন
ভুলে যায় মানুষের অধিকার সুশাসন,
তার অন্তরে রাবণের আবাসন
অন্যায় অত্যাচার করে যায় শাসন।
নিয়তির এ খেলা চিরন্তন
যার হাতে ক্ষমতার চিন্তন,
সে হবে সেই রাবণের দল
সত্যের পথে যার নাই চল।
লঙ্কায় গেলে রাবণ হয় মনে,
পথ ভুলে মানুষ খুঁজে ভ্রমের বনে,
ক্ষমতায় যেয়ে সৎ চিন্তা হারায়
মানবতা ভুলে সে রাবন হয়।
193
View