Posts

কবিতা

প্রেমের সংলাপ

June 18, 2024

মোঃ বজলুর রশীদ

Original Author মোঃ বজলুর রশীদ

142
View




প্রেম কি শুধু এক অনুভূতি? নাকি এর চেয়েও বেশি কিছু?
তোমার চোখে যখন চোঁখ রাখি ,
তখন সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই ! 

তোমার চোঁখ এতটাই গভীর ,
যেখানে লুকিয়ে আছে এক অজানা রহস্য,
তবুও সেখানে খুঁজে পাই আমার সব প্রশ্নের উত্তর! 

আমার জীবনের সমস্ত ক্লান্তি দূর হয়, 
তোমার মিষ্টি হাসির ছোঁয়ায় ,
যেন হঠাৎ এক ঝলক বসন্তের বাতাস । 

তোমার সঙ্গ যতই পাই, ততই মনে হয় 
এ প্রেমের কোন শেষ নেই ,
যে প্রেমের কোন বাঁধন নেই !  

যেন হংসমিথুন হয়ে শাপলা বিলে , 
দুজনে ভেসে চলেছি ,
অজানা এক দেশে ! 

তোমার অদ্ভুদ এক মায়ার আকর্ষণে 
আমি মিশে থাকি , 
সেই  আকর্ষণ বারবার তোমাকে কাছে টানে ! 

তুমি পাশে থাকো বলেই পৃথিবীর সব কষ্ট দূরে সরে যায়  তখন মনে হয় আমরা দুজনেই,
পৃথিবীর সবথেকে সুখী  প্রাণী ! 

আচ্ছা প্রেম মানে কি একসঙ্গে বেঁচে থাকা 
নাকি দুজনে মিলে একসঙ্গে স্বপ্ন দেখা , 
নাকি তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের অনাবিল সুখ ! 

যা আমার মণিকোঠায় রয়ে যাবে চিরকাল 
তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিন নতুন করে আসে ,
প্রতিটি রাত মিশে থাকে নতুন স্বপ্নে ! 

তুমি আমার জীবনের সেই 
রহস্যময় আলো  যে আলো , 
অন্ধকারে পথ দেখায় সবসময় ।
 

Comments

    Please login to post comment. Login