Posts

কবিতা

প্রেমের সংলাপ

June 18, 2024

মোঃ বজলুর রশীদ

Original Author মোঃ বজলুর রশীদ




প্রেম কি শুধু এক অনুভূতি? নাকি এর চেয়েও বেশি কিছু?
তোমার চোখে যখন চোঁখ রাখি ,
তখন সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই ! 

তোমার চোঁখ এতটাই গভীর ,
যেখানে লুকিয়ে আছে এক অজানা রহস্য,
তবুও সেখানে খুঁজে পাই আমার সব প্রশ্নের উত্তর! 

আমার জীবনের সমস্ত ক্লান্তি দূর হয়, 
তোমার মিষ্টি হাসির ছোঁয়ায় ,
যেন হঠাৎ এক ঝলক বসন্তের বাতাস । 

তোমার সঙ্গ যতই পাই, ততই মনে হয় 
এ প্রেমের কোন শেষ নেই ,
যে প্রেমের কোন বাঁধন নেই !  

যেন হংসমিথুন হয়ে শাপলা বিলে , 
দুজনে ভেসে চলেছি ,
অজানা এক দেশে ! 

তোমার অদ্ভুদ এক মায়ার আকর্ষণে 
আমি মিশে থাকি , 
সেই  আকর্ষণ বারবার তোমাকে কাছে টানে ! 

তুমি পাশে থাকো বলেই পৃথিবীর সব কষ্ট দূরে সরে যায়  তখন মনে হয় আমরা দুজনেই,
পৃথিবীর সবথেকে সুখী  প্রাণী ! 

আচ্ছা প্রেম মানে কি একসঙ্গে বেঁচে থাকা 
নাকি দুজনে মিলে একসঙ্গে স্বপ্ন দেখা , 
নাকি তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের অনাবিল সুখ ! 

যা আমার মণিকোঠায় রয়ে যাবে চিরকাল 
তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিন নতুন করে আসে ,
প্রতিটি রাত মিশে থাকে নতুন স্বপ্নে ! 

তুমি আমার জীবনের সেই 
রহস্যময় আলো  যে আলো , 
অন্ধকারে পথ দেখায় সবসময় ।
 

Comments

    Please login to post comment. Login