Posts

কবিতা

সুখ পাখি

August 13, 2024

মোঃ বজলুর রশীদ

Original Author মোঃ বজলুর রশীদ

188
View

 

সুখ পাখিটা আসে উড়ে,
নীল গগনের মেঘ পেরিয়ে,
পাহাড়-ঝর্ণা ছুঁয়ে যায়,
মম চিত্তে ঘর বানায়।

সোনালী রোদে পাখা মেলে,
মধুর সুরে গান গায়,
হৃদয়ের মাঝে শান্তির ঝিলিক,
সব দুঃখ দূরে তাড়ায়।

সুখ পাখিটা ছোট্ট বাচ্চা
হেসে ওঠে হৃদয় খুলে,
চঞ্চলতায় জীবন ভরে,
সবুজ শ্যামল পৃথিবী জুড়ে।

তোমার আমার সকলের,
মনকোণে তার বসত,
খুশির দোলা দিয়ে যায়,
সুখ পাখিটার অন্তর।

যত্নে রেখো হৃদয়টাকে,
সুখ পাখিটা আসবে,
স্বপ্নের রঙে সাজিয়ে দেবে,
সুখে সবার জীবন গড়বে।
 

Comments

    Please login to post comment. Login