Posts

কবিতা

সময় এখন তারুণ্যের

August 21, 2024

মোঃ বজলুর রশীদ

Original Author মোঃ বজলুর রশীদ

সময় এখন তারুণ্যের, দীপ্ত পায়ে চলার
সময় এখন তারুণ্যের, অসম্ভবকে সম্ভব করার।

সময় এখন তারুণ্যের, সংস্কার পরিবর্তন
সময় এখন তারুণ্যের, সাহসী উচ্চারণ ।

সময় এখন তারুণ্যের, নতুন পথের সন্ধানে
সময় এখন তারুণ্যের, নতুন স্বপ্ন পূরণে ।

সময় এখন তারুণ্যের, আগামীকে আলোকিত করার
সময় এখন তারুণ্যের, ইতিহাসকে নতুন করে গড়ার ।

সময় এখন তারুণ্যের, অপরাজেয় আত্মবিশ্বাসে
সময় এখন তারুণ্যের, সমস্ত বাঁধা দূর করার আশ্বাসে।

সময় এখন তারুণ্যের, বিপ্লবের উত্তাল জয়গান
সময় এখন তারুণ্যের, প্রতিটি ধ্বনিতে জাগরণ।

সময় এখন তারুণ্যের, সত্যের বিজয়-অন্যায়ের পতন
সময় এখন তারুণ্যের, অত্যাচার আর দুর্নীতির পঁচন ।

সময় এখন তারুণ্যের,ভেঙে দেবে পুরনো বন্ধন
সময় এখন তারুণ্যের,গুঁড়িয়ে দেবে বাধার বাঁধন ।

সময় এখন তারুণ্যের, হবে দেশ রক্ষার ক্ষেত্র
সময় এখন তারুণ্যের, স্বাধীনতার নতুন মানচিত্র ।

Comments

    Please login to post comment. Login