আবারো হাটছে দেশ একই পথে
সেই স্বৈরাচারী ফ্যাসিবাদীদের সাথে,
মিল কি তোমরা খুঁজে পাওঁ?
আলোহীন আঁধার পথে, ঝড়ের ঘনঘটা,
ভবিষ্যৎ বোবা, শূন্যের ইশারায় লেখা,
অসীম রাত্রির পরে কি সূর্য উঠবে না?
স্বপ্নেরা ধূসর, ছায়ারা ঢেকে রাখে আশা
এখনো কি হবে নতুন ভোরের গান?
অথবা তলিয়ে যাবে সব, হারাবে প্রাণ?
মনের ভিতর খুঁজো, জাগো প্রতিবাদ,
স্বপ্নকে দাও রূপ, করো ভবিষ্যতের আহ্বান।
71
View