সাদা চুল, কুঞ্চিত মুখ,
বয়স হয়তো ষাট পেরিয়েছে।
তাতে কি! সদ্য বিশ পেরোনো
কোনো টগবগে তরুণীর
বৃদ্ধও প্রেমে পড়ে।
ভালোবাসার কি কোনো বয়স আছে?
সদ্য যৌবনপ্রাপ্ত তরুণীর হৃদয়ে
জন্ম নেয় নতুন কোনো প্রেমের অনুভূতি,
পরিপূর্ণ প্রেম উছলে পড়ে তার হৃদয়ে।
অসম প্রেমে নিজেকে উজাড় করে দেয়,
ভালোবাসার কি কোনো বয়স আছে?
বয়স বাড়লেও হৃদয়ে থাকে যৌবনের ছোঁয়া,
হৃদয় বুঝে না সময়ের হিসাব।
প্রেমের রাস্তায় বয়সের কোন বাধা নেই,
ভালোবাসা অবিনশ্বর।
ভালোবাসার কি কোনো বয়স আছে?
ভালোবাসা কত বয়সে আসে,
তা কি কেউ বলতে পারে?
প্রেমের প্রথম বসন্তটি শুরু হোক একটু তাড়াতাড়ি,
দেরিতে হলে আবিরের রং ফিকে হয়ে যায়।
ভালোবাসার কি সত্যি কোনো বয়স আছে?
44
View