সংবিধানের পাতার আড়ালে
গণতন্ত্র আমরা খুঁজি,
আমরা পাই না সেসব সত্য,
যেগুলো গণতন্ত্রের দাবি।
নির্বাচনের মঞ্চে দাঁড়িয়ে
বক্তৃতায় মিথ্যে ফাঁকা বুলি,
প্রতিশ্রুতির মোড়কে বন্দী
স্বাধীনতা গণতন্ত্রের বলি।
নীরব চোখে দেখবে জনগণ
বাঘরুদ্ধ জনতার কণ্ঠস্বর,
মানবাধিকার লংঘিত আজ
শাসকের বেশে রাজা স্বৈরাচার।
198
View