পোস্টস

কবিতা

বিপ্লবী (৬)

১৫ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

যুগে যুগে, পথে প্রান্তরে,
শান্তির সওদা ঢের,
অশান্তি, অশান্ত, শান্তির ফেরি, 
শান্তি আসবে ফের!
সব জুলমাত, যতো কুলাংগার,
জালিম, জুলুম, অস্ত্রাগার,
ধুলায় মিশিয়ে, দানিব শান্তি,
আমি বিদ্রোহী,চির বিপ্লবী। 
সততঃ দ্রোহের গান গাহি,
বাজায় বিদ্রোহের বাঁশরী।
ধর্ম! 
বিশ্বের সকল ধর্ম।
চির সন্মার্হ।
নীতিতে বেঁধে, 
পূণ্য বোধে,
গড়িব শান্ত 
নতুন বিশ্ব।
জীবনে জীবনে ছন্দ দানিবে,
পূর্ণতা রবে, সকল জীবে।
শান্তি-বানী অভ্রভেদী,
ধুয়ে মুছে সব গ্লানি।
তোমার ধর্মের সেরাটুকু দাও,
আমার ধর্মের সেরাটুকু নাও।
তবে ভিন্নতা কেনো?
সুখ শান্তির রুপ জানো?
তোমার আমার, কাছে সবার,
একই জানো, নিত্যকার।