Next Chapter Previous Chapter

বিপ্লবী (৬)-শেষঅংশ

June 15, 2024

ARIFUL ISLAM BHUIYAN

যে ধর্মে তোমার কথা,
আমার কথা, সবার ব্যথা,
জীবন পথের সকল দাবী,
সহজ করে মেটায় সবি।
চলো সে ধর্মটারে,
বর্ম করে, জীবন ভরে,
রাখবো সবার তরে।
ধর্মের নামে হতাহত না করে,
বাঁচায় জীবন, সাজায় ঘরে ঘরে।
যে ধর্ম সত্য হবে, 
প্রাণে প্রাণে শক্তি পাবে,
আঁধার ঘুচে, আলোক দিবে।
অধর্মের অপ-প্রচারে, 
নিত্য চরাচরে,
থামাবো বজ্রনাদে,
সমূলে উৎপাটনে।
আমি বিপ্লবী ,
চির বিদ্রোহী । 
সত্য ধর্মের বাণী প্রচারে,
মানুষের তরে,
মানুষ মানুষের,
পরিবর্তন মানসের।
শান্তির পথ ও মতের,
সুদূর কাল, মহাকালে,
চির নিশানা, শান্তিধামে।
যে ধর্ম,  অধর্মের সম্মিলন,
সে ধর্ম, ধর্ম নামে কেমন ছল?
মিলে মিশে সবে,
সুখানন্দে রয় রবে,
মত ও পথ ভিন্ন হবে,
লড়াই কেনো তবে?
ধর্মগুলো জানি।
জিজ্ঞাসু বিদ্রোহী।
আমি চির বিপ্লবী।
২৫/০৩/২০১৮ ঈসায়ী সাল।  

About the Author

পরিচয়ঃ নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া|লেখালেখি: আরিফ শামছ্|পিতা: বিশিষ্ট সমাজ ও সাহিত্যসেবক,কবি ক্বারী আলহাজ্ব শামছুল ইসলাম ভূঁইয়া (রাহঃ)।সহকারি প্রকৌশলী,বাংলাদেশ তার ও টেলিফোন (বি.টি এন্ড টি- বি.টি.সি. এল)।মাতা: মোয়াল্লিমা হালীমা সাদীয়া ভূঁইয়া। জন্ম ও শিক্ষা: চট্রগ্রাম বিভাগের তিতাসবিধৌত,সাহিত্য-সংস্কৃতির উর্বরভূমি,ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার ভাদুঘর গ্রামের ভূ্ঁইয়া পাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৪ঠা মে,১৯৭৯ সালে জন্ম গ্রহণ করেন।পেশা:মদীনা,প্রবাসী। পড়াশোনা: প্রাথমিক বিদ্যালয় থেকে বরাবরই ফার্ষ্ট বয় ছিলেন।হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৫ সালে কৃতিত্বের সাথে ১ম বিভাগে পাশ করেন।১৯৯৭ সালে ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।২০০১ সালে,বি.এস.এস (সন্মান-অর্থনীতি), ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ,২০০৩ সালে, এম.এস.এস (অর্থনীতি),সরকারি তিতুমীর কলেজ,ঢাকা।বি.এড. বাংলাদেশ টিচার্স ট্রেইনিং কলেজ,ঢাকা (জাতীঃবিঃ),এম.এড (ঢাকা বিশ্ববিদ্যালয়)।ঠিকানা:ফখরে বাঙ্গাল নিবাস,ভূঁইয়া পাড়া,বাড়ী# ১২৩৪,ওয়ার্ড# ১২, গ্রাম:ভাদুঘর,পোষ্ট:ভাদুঘর।থানা:সদর,জিলা:বি.বাড়ীয়া-৩৪০০।
ARIFUL ISLAM BHUIYAN ARIFUL ISLAM BHUIYAN +966566756176