বিপ্লবী (৬)-শেষঅংশ
June 15, 2024
ARIFUL ISLAM BHUIYAN
যে ধর্মে তোমার কথা,
আমার কথা, সবার ব্যথা,
জীবন পথের সকল দাবী,
সহজ করে মেটায় সবি।
চলো সে ধর্মটারে,
বর্ম করে, জীবন ভরে,
রাখবো সবার তরে।
ধর্মের নামে হতাহত না করে,
বাঁচায় জীবন, সাজায় ঘরে ঘরে।
যে ধর্ম সত্য হবে,
প্রাণে প্রাণে শক্তি পাবে,
আঁধার ঘুচে, আলোক দিবে।
অধর্মের অপ-প্রচারে,
নিত্য চরাচরে,
থামাবো বজ্রনাদে,
সমূলে উৎপাটনে।
আমি বিপ্লবী ,
চির বিদ্রোহী ।
সত্য ধর্মের বাণী প্রচারে,
মানুষের তরে,
মানুষ মানুষের,
পরিবর্তন মানসের।
শান্তির পথ ও মতের,
সুদূর কাল, মহাকালে,
চির নিশানা, শান্তিধামে।
যে ধর্ম, অধর্মের সম্মিলন,
সে ধর্ম, ধর্ম নামে কেমন ছল?
মিলে মিশে সবে,
সুখানন্দে রয় রবে,
মত ও পথ ভিন্ন হবে,
লড়াই কেনো তবে?
ধর্মগুলো জানি।
জিজ্ঞাসু বিদ্রোহী।
আমি চির বিপ্লবী।
আমার কথা, সবার ব্যথা,
জীবন পথের সকল দাবী,
সহজ করে মেটায় সবি।
চলো সে ধর্মটারে,
বর্ম করে, জীবন ভরে,
রাখবো সবার তরে।
ধর্মের নামে হতাহত না করে,
বাঁচায় জীবন, সাজায় ঘরে ঘরে।
যে ধর্ম সত্য হবে,
প্রাণে প্রাণে শক্তি পাবে,
আঁধার ঘুচে, আলোক দিবে।
অধর্মের অপ-প্রচারে,
নিত্য চরাচরে,
থামাবো বজ্রনাদে,
সমূলে উৎপাটনে।
আমি বিপ্লবী ,
চির বিদ্রোহী ।
সত্য ধর্মের বাণী প্রচারে,
মানুষের তরে,
মানুষ মানুষের,
পরিবর্তন মানসের।
শান্তির পথ ও মতের,
সুদূর কাল, মহাকালে,
চির নিশানা, শান্তিধামে।
যে ধর্ম, অধর্মের সম্মিলন,
সে ধর্ম, ধর্ম নামে কেমন ছল?
মিলে মিশে সবে,
সুখানন্দে রয় রবে,
মত ও পথ ভিন্ন হবে,
লড়াই কেনো তবে?
ধর্মগুলো জানি।
জিজ্ঞাসু বিদ্রোহী।
আমি চির বিপ্লবী।
২৫/০৩/২০১৮ ঈসায়ী সাল।