Next Chapter Previous Chapter

হতেম যদি আরব-২ (Premium)

April 16, 2024

Arif Hasan

হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো আসরের একটু আগে। সলাত আদায়ের উদ্দেশ্যে রওনা দিলাম মাসজিদ-উন-নাবাউইতে। মাসজিদে প্রবেশের আগেই হার্টবিট দ্বিগুণ হয়ে গেছে আমার। ধীর পায়ে এগিয়ে গিয়ে উপস্থিত হলাম মহিলাদের সালাতের জায়গাটায়। আসর শেষে, মাগরিবও সেখানেই আদায় করে নিলাম। এরপর আসলো সেই প্রতীক্ষিত মুহুর্ত!
বড়দের পিছে পিছে হাঁটা শুরু করেছি আমি। পা কাঁপছে। রওযার পাশে যেতেই বুকটা মোচড় দিয়ে উঠলো। ঝরণা যেমন পাথরের বুকে আছড়ে পড়ে বিলীন হয়ে যায়, তরঙ্গ ফিরে পায় তার কোমলতা, আমার বাঁধভাঙা কান্নাগুলোও মাটিতে আছড়ে পড়ে বুকটা হালকা হতে চাইছে; কিন্তু না! এখানে কোনো প্রকার শব্দ করা নিষেধ। আবেগের বশে হিতাহিত জ্ঞান হারালেই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাই একবুক কান্না বুকে জমিয়ে রেখেই তাঁকে সালাম জানাতে হলো-
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

This is a premium post. To read the rest of it, please purchase this post. And support the author