এ কেমন নিষ্ঠুর বিশ্ব!
স্বেচ্ছায়, অনিচ্ছায়
মমতাময়ী মা হয় নিঃস্ব,
নেই মতামত নিজস্ব!
আমার মা, দাদী,দাদা,
নানী, নানা, খালা, মামা,
অতি আপন যারা।
অংকুরেই চায় মোর হত্যা!
আগমনী আলামতে,
মায়ের অস্থির, চঞ্চলতা,
সন্তান রাখবে কী, রাখবেনা!
এত ত্বরা নয়,
হাতে আছে সময়,
মনে দ্বিধা সংশয়,
কিংকর্তব্যবিমূঢ়!
চাকরী ঠেকানো, দারিদ্র্য ভয়,
অর্থ লুলোপতা, লিপ্সু, সম্পদ,
যৌবণ রক্ষায়,
সুন্দরের মোহনায়,
জ্যান্ত হত্যা করে আমায়!
আরো অজানা কত মোহ!
মেকী সুন্দরের পূজারী,
এ কেমন নিষ্ঠুর সুন্দরী!
কী অপরাধ করেছে তারা,
ঠিক সময়ে আসবে যারা,
অনাগত তব অধঃস্তন,
জীবনের আয়োজন।
জীবনের খেলাঘরে,
স্বাধীন বিশ্ব, হিমাগারে,
পরাধীনতার,
নির্মম কারাগার।
কারার ঐ শক্ত প্রাচীর,
ভাঙতে অধীর,
মুক্তিদানে, মুক্তিগানে,
সহাস্যে বলিদানে।
চির উদগ্রীব বিপ্লবী,
আমি ঔদ্ধত্য বিদ্রোহী।
ধর্ম, প্রেম, রীতি-নীতি,
জীবনে টানে যতি,
অভাবের দুনিয়ায়,
নতুনেরা আসা দায়!
জন্ম নিয়ন্ত্রণ,
হত্যা ভ্রুণসব,
সুন্দর পৃথিবী,
দেখতে পাবে কী?
খুনীরা চুপসব!
জিজ্ঞাসে কোটি মন।
প্রাণহীন সদ্য, নিঃস্তেজ পিন্ডে,
ছুরি কাঁচির নির্মম কান্ডে,
অঙ্গ প্রতিটি, করেছে আকুতি,
বাঁচানোর করজোড়, মিনতি।
কখনো জ্যান্ত দাপাদাপি,
হাত পা ছুড়াছুড়ি,
আশা নিরাশার দোলাচল,
কাঁড়ে মা'র স্নেহাচল।
85
View