বিপ্লবী (৮)-শেষঅংশ
১৫ জুন ২০২৪
ARIFUL ISLAM BHUIYAN
হয়েছে ঢের! আর হত্যা নয়,
শোন! লাখ লাখ অনুরা কথা কয়,
বঞ্চিত করোনা, রেখো অনুরোধ,
বন্ধ করো, নিষ্ঠুর প্রতিরোধ।
সুন্দর পৃথিবী দেখতে,
আছে মোর অধিকার,
দয়া করে, দাও আসতে,
চাইবোনা কিছু, আর!
পাষাণ খুনীরা বধির,
মূক আর বুদ্ধিহীন।
শুভাগমনে অবনীর,
প্রতীক্ষিত মহাবীর,
উষ্ণ অভিবাদনে,
সুউচ্চ শির হিমাদ্রীর,
চির বিপ্লবী!
চির বিদ্রোহী।
সাজাবে সবে,
সাজাতেই হবে,
অপরুপ স্বর্গে,
বিশ্বযে মর্গে।
বড় বড় নেতারা,
কী সব চেহারা।
ক্ষমতার চেয়ারে,
মরনের খায়েশে,
শাসনের কাল বেলা,
বাড়াতে কলা-ছলা।
ঝেঁকে বসে জনতার,
মন ও মগজে,
স্বাধিকার নেই কেঁড়ে,
কথা আর কাজে।
বাকহীনে আজ অগ্নিঝরা,
কথার স্রোতেই, ভাসবে জরা,
চির সবুজ, চির যৌবনা,
বিপ্লবী আনমনা,
আমি বিদ্রোহী,
আমি চির বিপ্লবী।
২৭/০৩/২০১৮ ঈসায়ী সাল।
শোন! লাখ লাখ অনুরা কথা কয়,
বঞ্চিত করোনা, রেখো অনুরোধ,
বন্ধ করো, নিষ্ঠুর প্রতিরোধ।
সুন্দর পৃথিবী দেখতে,
আছে মোর অধিকার,
দয়া করে, দাও আসতে,
চাইবোনা কিছু, আর!
পাষাণ খুনীরা বধির,
মূক আর বুদ্ধিহীন।
শুভাগমনে অবনীর,
প্রতীক্ষিত মহাবীর,
উষ্ণ অভিবাদনে,
সুউচ্চ শির হিমাদ্রীর,
চির বিপ্লবী!
চির বিদ্রোহী।
সাজাবে সবে,
সাজাতেই হবে,
অপরুপ স্বর্গে,
বিশ্বযে মর্গে।
বড় বড় নেতারা,
কী সব চেহারা।
ক্ষমতার চেয়ারে,
মরনের খায়েশে,
শাসনের কাল বেলা,
বাড়াতে কলা-ছলা।
ঝেঁকে বসে জনতার,
মন ও মগজে,
স্বাধিকার নেই কেঁড়ে,
কথা আর কাজে।
বাকহীনে আজ অগ্নিঝরা,
কথার স্রোতেই, ভাসবে জরা,
চির সবুজ, চির যৌবনা,
বিপ্লবী আনমনা,
আমি বিদ্রোহী,
আমি চির বিপ্লবী।
২৭/০৩/২০১৮ ঈসায়ী সাল।