বজ্রকন্ঠে বাজে,
সকাল সন্ধ্যা সাঁঝে,
কী করবে তোমরা সবে!
করছো কী সব ভবে?
আচ্ছা মাগো বলতে পারো,
তোমার মায়ের একটি মেয়ে?
নাইকি তোমার ভাই ও বোন,
একলা ঘরেই, বড় হলে?
হারিয়ে যদি যেতে তুমি,
বাবা মাকে ছেড়ে,
একটু ভাবো, করতো কীযে,
তোমার জীবন শেষে।
সত্যি করে বলো বাবা,
সব তারা কি দেখো,
ছোটবড় রাশি রাশি,
অনেক তারার আলো।
কে জানাবে ছেলে মেয়ে,
আসবে আগে পরে,
কেবা তোমার নাম ছড়াবে,
সুনাম দেশে দেশে।
তোমার কাঁধের জোয়ালখানি,
বয়তো কেবা জানো?
প্রথম ছেলে, নাকি মেয়ে,
যাদের কান্না শুনো!
মত-অমতের বিন্ধ্যাচল,
ভীরু প্রাণের অরুনাচল,
উড়িয়ে করি ভস্মতল,
অরুণ, করুণ, নিঃস্ব দল।
উঁচু করি শান ও মান,
জানি, মানি হুকুম যার,
খালিক, মালিক,
আল্লাহ মহান।
সত্যের ধ্বজাধারী,
কেউ পর নাহি আজি,
সবাই আপন,
নিজ পরিজন।