পরের চ্যাপ্টার আগের চ্যাপ্টার

বিপ্লবী (৯)-শেষঅংশ

১৫ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

 শান্তি চাই,
শান্তির লড়াই,
চির সংগ্রামী,
আমি চির বিপ্লবী। 
এই পৃথিবীর আলো বাতাস,
মনজুড়ানো নীলাকাশ,
সব ঋতুতে ফুলের সুবাস,
ডাকছে পাখি, তৈরি আবাস।
তোমরা কেনো উদাস মাগো,
ভয় কিসে পাও বলো!
তোমার কচি ছেলে মেয়ে,
বীর মহাবীর সবে।
আশেপাশে দেখছো কতো,
কাপুরুষের দল,
কতো করে সাজায় তারা,
মিথ্যা কলাছল।
তুমি কি মা বন্ধ্যা, কিবা,
মৃতবৎসা, কাকবন্ধ্যা তো নও,
পথ আমাদের আগলে রেখে,
সুখ খুঁজে কী লও!
আসল মাকে খুঁজি,
বিশ্ব নায়ের মাঝি,
মেকী জীবন,
করবে দাফন,
মায়া নকল,
মিথ্যে সকল,
সয়বে ধকল,
খুলবে আগল।
উঠবো জেগে,
বিদ্রোহী, 
চির বিপ্লবী।
২৮/০৩/২০১৮ ঈসায়ী সাল। 

লেখক সম্পর্কে

পরিচয়ঃ নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া|লেখালেখি: আরিফ শামছ্|পিতা: বিশিষ্ট সমাজ ও সাহিত্যসেবক,কবি ক্বারী আলহাজ্ব শামছুল ইসলাম ভূঁইয়া (রাহঃ)।সহকারি প্রকৌশলী,বাংলাদেশ তার ও টেলিফোন (বি.টি এন্ড টি- বি.টি.সি. এল)।মাতা: মোয়াল্লিমা হালীমা সাদীয়া ভূঁইয়া। জন্ম ও শিক্ষা: চট্রগ্রাম বিভাগের তিতাসবিধৌত,সাহিত্য-সংস্কৃতির উর্বরভূমি,ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার ভাদুঘর গ্রামের ভূ্ঁইয়া পাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৪ঠা মে,১৯৭৯ সালে জন্ম গ্রহণ করেন।পেশা:মদীনা,প্রবাসী। পড়াশোনা: প্রাথমিক বিদ্যালয় থেকে বরাবরই ফার্ষ্ট বয় ছিলেন।হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৫ সালে কৃতিত্বের সাথে ১ম বিভাগে পাশ করেন।১৯৯৭ সালে ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।২০০১ সালে,বি.এস.এস (সন্মান-অর্থনীতি), ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ,২০০৩ সালে, এম.এস.এস (অর্থনীতি),সরকারি তিতুমীর কলেজ,ঢাকা।বি.এড. বাংলাদেশ টিচার্স ট্রেইনিং কলেজ,ঢাকা (জাতীঃবিঃ),এম.এড (ঢাকা বিশ্ববিদ্যালয়)।ঠিকানা:ফখরে বাঙ্গাল নিবাস,ভূঁইয়া পাড়া,বাড়ী# ১২৩৪,ওয়ার্ড# ১২, গ্রাম:ভাদুঘর,পোষ্ট:ভাদুঘর।থানা:সদর,জিলা:বি.বাড়ীয়া-৩৪০০।
আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) +966566756176