বিপ্লবী (৯)-শেষঅংশ
June 15, 2024
ARIFUL ISLAM BHUIYAN
শান্তি চাই,
শান্তির লড়াই,
চির সংগ্রামী,
আমি চির বিপ্লবী।
এই পৃথিবীর আলো বাতাস,
মনজুড়ানো নীলাকাশ,
সব ঋতুতে ফুলের সুবাস,
ডাকছে পাখি, তৈরি আবাস।
তোমরা কেনো উদাস মাগো,
ভয় কিসে পাও বলো!
তোমার কচি ছেলে মেয়ে,
বীর মহাবীর সবে।
আশেপাশে দেখছো কতো,
কাপুরুষের দল,
কতো করে সাজায় তারা,
মিথ্যা কলাছল।
তুমি কি মা বন্ধ্যা, কিবা,
মৃতবৎসা, কাকবন্ধ্যা তো নও,
পথ আমাদের আগলে রেখে,
সুখ খুঁজে কী লও!
আসল মাকে খুঁজি,
বিশ্ব নায়ের মাঝি,
মেকী জীবন,
করবে দাফন,
মায়া নকল,
মিথ্যে সকল,
সয়বে ধকল,
খুলবে আগল।
উঠবো জেগে,
বিদ্রোহী,
চির বিপ্লবী।
২৮/০৩/২০১৮ ঈসায়ী সাল।
শান্তির লড়াই,
চির সংগ্রামী,
আমি চির বিপ্লবী।
এই পৃথিবীর আলো বাতাস,
মনজুড়ানো নীলাকাশ,
সব ঋতুতে ফুলের সুবাস,
ডাকছে পাখি, তৈরি আবাস।
তোমরা কেনো উদাস মাগো,
ভয় কিসে পাও বলো!
তোমার কচি ছেলে মেয়ে,
বীর মহাবীর সবে।
আশেপাশে দেখছো কতো,
কাপুরুষের দল,
কতো করে সাজায় তারা,
মিথ্যা কলাছল।
তুমি কি মা বন্ধ্যা, কিবা,
মৃতবৎসা, কাকবন্ধ্যা তো নও,
পথ আমাদের আগলে রেখে,
সুখ খুঁজে কী লও!
আসল মাকে খুঁজি,
বিশ্ব নায়ের মাঝি,
মেকী জীবন,
করবে দাফন,
মায়া নকল,
মিথ্যে সকল,
সয়বে ধকল,
খুলবে আগল।
উঠবো জেগে,
বিদ্রোহী,
চির বিপ্লবী।
২৮/০৩/২০১৮ ঈসায়ী সাল।