পোস্টস

কবিতা

বিপ্লবী  (১১)

১৫ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

আগ্রাসন!
দেশে দেশে, বার মাসে,
বিশ্ব মাঝে, ত্রাসে ত্রাসে,
চলছে, চালায় আগ্রাসে;
গিলছে সবি গোগ্রাসে, ,
অশান্তিরা শান্ত দেশে,
মিঠা কথা, মিত্র বেশে।
দেখছে সবি বিশ্ববাসী,
অত্যাচারীর দেশী -খেশি,
নেইকো প্রতিবাদ;
অন্যদেশের সবকিছু তার!
লুটেরাদের, লুটে নেয়ার!
বাধ সাধেনা বাদী-বিবাদ!
আগ্রাসী দেশ, হুমড়ে পড়ে,
বিশ্ব মোড়ল সাথে করে,
নরক-নগর গড়ে।
নিখিল চরাচর!
কাঁপছে থরথর!
এমনি করে, 
কদিন যাবে?
বাঁচা মরার লড়াই করে,
শহীদ, গাজী, লড়বে রণে,
দলে দলে আসছে ধেয়ে,
জয়ী হবে জীবন দিয়ে।
গোটা কয়েক 
জালিম শাসক,
জিম্মী কেনো?
সব জনগন।
সব হবে কী শেষ?
মানুষ নামের বন্য পশু,
মারছে নারী অবুঝ শিশু,
চলছে সবাই বেশ!
একটু ভাবো, 
মারছো যাদের, হর হামেশা, 
শান্তি সুখে বাঁচার আশা,
আছে তোমার মতো।
এবার সবে থামো!
বিপ্লবীরা দেশে দেশে,
জাগছে বীরের বেশে,
হাঁকছে তাঁরা, ডাকছে জুড়ে,
আকাশ পাতাল ফুঁড়ে,
পথ পালানোর পথ পাবেনা,
বাঁচার মতো কেউ রবেনা,
বুঝবে সেদিন শেষে।
নতুন সাজে সাজবে ধরা,
রবে নাক জরা-খরা,
শান্তি সুখে মিলে মিশে,
বাঁচবে বীরের বেশে।
জয় হবে জয়, মাজলুমের,
বিশ্ব বিজয়! বিদ্রোহের।
মানবতার, বিপ্লবের।