বিপ্লবী (১১)-শেষঅংশ
June 15, 2024
ARIFUL ISLAM BHUIYAN
অগ্রগামী বিদ্রোহী,
ওড়াও নিশান সংগ্রামী।
কাঁপাও আকাশ,
কাঁপবে বাতাস,
নড়বে পাহাড়,
মারবে আছাড়,
নাই কোন ছাড়।
বুঝিয়ে তা'র,
পাওনা সার।
গড়বে আবার,
স্বর্গ ধরায়,
সবার সবাই।
চড়াই-উতরাই,
পার করে ভাই,
সবাই মিলে মিশে;
জালিম, জুলুম,
সব বেমালুম,
ঝেঁটিয়ে তাড়াও শেষে।
হুংকারে তোর,
জাগবে ভোর,
কাটবে ঘোর,
কর ভাংচুর;
ঘাপটি মেরে,
চুপটি করে,
ক্ষতির তরে,
আগায় জোরে,
জালিম-চোর।
আগমনী,
ডংকা বাজাও,
অস্ত্রে সাজাও,
সব জিতে নাও,
জাগরণী!
বিপ্লবী!
৩০/০৩/২০১৮ ঈসায়ী সাল।
ওড়াও নিশান সংগ্রামী।
কাঁপাও আকাশ,
কাঁপবে বাতাস,
নড়বে পাহাড়,
মারবে আছাড়,
নাই কোন ছাড়।
বুঝিয়ে তা'র,
পাওনা সার।
গড়বে আবার,
স্বর্গ ধরায়,
সবার সবাই।
চড়াই-উতরাই,
পার করে ভাই,
সবাই মিলে মিশে;
জালিম, জুলুম,
সব বেমালুম,
ঝেঁটিয়ে তাড়াও শেষে।
হুংকারে তোর,
জাগবে ভোর,
কাটবে ঘোর,
কর ভাংচুর;
ঘাপটি মেরে,
চুপটি করে,
ক্ষতির তরে,
আগায় জোরে,
জালিম-চোর।
আগমনী,
ডংকা বাজাও,
অস্ত্রে সাজাও,
সব জিতে নাও,
জাগরণী!
বিপ্লবী!
৩০/০৩/২০১৮ ঈসায়ী সাল।