Posts

কবিতা

বিপ্লবী (১২)

June 15, 2024

ARIFUL ISLAM BHUIYAN

বিপ্লবী!
চিরবিপ্লবী!
ভালোবাসার বিপ্লবী!
ভালোবাসায় তুলবে গড়ে,
নতুন করে, বিশ্বটারে।
চলো ভালোবাসি,
সবে মিলে মিশি,
অহোরাত্র  দিবানিশি, 
স্রষ্টাকে ভালোবাসি।
তাঁর সৃজিত সকল সৃষ্টি,
জীবন জুড়ে ভালোবাসি।
সৃষ্টি' সেরা, মানুষ!
রয় রবে দিলখোশ।
ভালোবেসো সৃষ্টি সবি,
সবাই তোমার আপন,
জুলুম করে রবের কাছে,
করবে কারাবরণ!
অনেক আদরে,
স্বর্গে সাদরে,
নিজবাসে ছিলে সুখে;
অনন্ত পথে,
যাত্রা রথে,
চলছো সুখে দুঃখে।
বিশ্বমাঝে সবে,
স্বল্পকালে রবে,
চলন্ত মুসাফির ;
আসল আবাস,
সকল নিবাস,
রয়লো যে অধীর।
ভালোবেসে তোমার তরে,
নেয়ামতে পূর্ণ করে,
অসংখ্য হুর-নারী;
গিলমান রবে,
সেবার তরে,
চির কিশোর- কিশোরী। 
রয়েছে মাঝে অনন্তকালের,
সৃষ্টির শ্রেষ্ঠ পাওয়া,
দীদারে খোদার, নেয়ামত পেয়ে,
প্রশংসা  স্তুতি গাওয়া।
শীত গরমে, 
ঝড় তুফানে,
বিপদ আপদে,
জীবন জুড়ে,
সকল কালে,
নিছক জালে,
মহান প্রভুর ডাকে;
হৃদয় মাঝে,
পুতঃমনে,
ভালবাসা,
লালন করে,
ছুটতে তাহার পানে।
অদেখা সে স্রষ্টা মোদের,
দেখা দিবেন বান্দাদের।
আঁধার পথে,
চলার রথে,
আলোক জ্বেলে, 
গতি দিলে,
সফল হলে,
সকল হালে।
বলছি মহীয়ান
স্রষ্টা মহান,
আল্লাহু আকবার,
আল্লাহ মহান।

Comments

    Please login to post comment. Login