বিপ্লবী (১২)-শেষঅংশ
June 15, 2024
ARIFUL ISLAM BHUIYAN
বিপ্লবীরা আওয়াজ তুলো,
বজ্রকন্ঠে জোরসে বলো,
সৃষ্টি সবি সবাই আপন,
নেই যে আপন পর।
সৃষ্টি তুমি মনে রেখো,
স্রষ্টা দেখেন সব।
ঘৃণামুক্ত বিশ্ব লয়ে,
রয়বো সুখে,
সবার সুখে,
দুঃখী হবো,
সবার দুঃখে,
সকল জীবন জুড়ে;
সান্ত্বনা রয়,
রাখবো সবে,
নেব তারে,
আপন করে,
দুঃখী জনের তরে।
স্রষ্টারে ভালোবেসে,
বিপ্লবীরা হেসে।
বিপ্লবী গান ধরে,
চিরবিপ্লবী,
চিরবিদ্রোহী।
০২/০৪/২০১৮ ঈসায়ী সাল।
বজ্রকন্ঠে জোরসে বলো,
সৃষ্টি সবি সবাই আপন,
নেই যে আপন পর।
সৃষ্টি তুমি মনে রেখো,
স্রষ্টা দেখেন সব।
ঘৃণামুক্ত বিশ্ব লয়ে,
রয়বো সুখে,
সবার সুখে,
দুঃখী হবো,
সবার দুঃখে,
সকল জীবন জুড়ে;
সান্ত্বনা রয়,
রাখবো সবে,
নেব তারে,
আপন করে,
দুঃখী জনের তরে।
স্রষ্টারে ভালোবেসে,
বিপ্লবীরা হেসে।
বিপ্লবী গান ধরে,
চিরবিপ্লবী,
চিরবিদ্রোহী।
০২/০৪/২০১৮ ঈসায়ী সাল।