সাম্যবাদী!
বিপ্লবী সাম্যবাদ।
আবার করিবে আবাদ।
গাহি সাম্যের গান,
করি সমতা বিধান,
বাঁধার পাহাড়,
চূর্ণ -বিচূর্ণ,
পাতাল ভেদীয়া,
আকাশ ফুঁড়িয়া,
সুবাস ছড়াবো,
দুহাত ভরিয়া।
দূর করিব সবে মিলিয়া,
যতো দুর্গন্ধ রহে ছড়িয়া।
চির-বিদ্রোহী!
বিপ্লবী মুসাফির,
চলিছে অস্থির।
ঘুরিয়া ফিরিয়া,
পথে ঘাঠে চলিয়া,
অগ্নিশর্মা নয়নে হেরিয়া;
আলো আঁধারে,
জড়াজড়ি করে,
কালে অকালে,
কিসের ছলে,
করছে লেনাদেনা,
সবাই দেখে, কেউ দেখেনা।
চুপটি করে, আপন মনে,
যায় চলে যায় সুদূর পানে।
কে ফিরাবে, বিপথ থেকে,
কারা আবার পথ দেখাবে,
গড়বে নতুন সমাজ;
পথ গুলি সব, ভরা ভুলে,
বুঝবে কবে, ফিরবে সবে,
করবে পূণ্য কাজ।
ঝিলের পাড়ে, সড়ক পাশে,
করছে কীসব কাছে বসে;
খর তাপে, ঠান্ডা শীতে,
ঝড় তুফানে তপ্ত রোদে।
আঁধার রাতে, বিজন ভূমে,
সন্ধ্যা সাঁঝে, হোটেল রুমে,
কোথায় থাকে, কাদের সাথে,
কোন লালসায়, ভুলের রথে!
কাটায় বেলা পথ বিপথে,
পড়ছে নিতুই বিপদ মাঝে;
সর্বনাশে হুঁশ আসে,
অশ্রু জলে বুক ভাসে।
হারায় সবি জেনে শুনে!
স্বপ্ন বড় জীবন হতে?
জীবন বড় জীবন পথে।
জীবন দিয়ে, স্বপ্ন কিনে,
ঠুনকো কাঁচের স্বপ্ন গুলি,
দেখছে শেষে ফাঁকাবুলি।
ওঠরে জেগে,
বিপ্লবী।
জাগাও সবে,
সংগ্রামী।
পূণ্যপথে পথ চলিবে,
সুন্দর আগামী,
সদলবলে গর্জে ওঠো,
চির বিপ্লবী!
চির সংগ্রামী।
সাম্যবোধের বিপ্লবী।
মুসাফির বিদ্রোহী।
85
View