পরের চ্যাপ্টার আগের চ্যাপ্টার

বিপ্লবী (১৩)-শেষঅংশ

১৫ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

 পংকিল প্রেমে, জড়ায় পাপে,
স্বর্গ হতে জাহান্নামে,
খোদার বিধান ভূলে গিয়ে,
ক্ষতিগ্রস্ত সব জাহানে।
বাগান সেতো পূণ্যে পূর্ণ,
থাকো যদি সতি,
মিলিয়ে দিবেন মহান প্রভু,
সেরা মাছুম পতি।
সেরা বাগে, ফুটবে সদা,
সুবাস সেরা ফুল,
কেয়ামতের শেষ অবধি,
পুতঃ রবে কুল।
চলোনা ভাই শপথ করি,
সবাই মিলে মিশি,
পূণ্য জনের, আগমনে,
খুশি দিবানিশি।
প্রেম প্রীতি, সস্তা গীতি,
নষ্ট প্রেমের, ভ্রষ্ট নীতি,
ক্ষণিক আবেগ, মোহ হতে,
সাফ রাখিব রুহ।
দুঃখ মাঝে কেউ রবেনা, 
ব্যাথার অনল কেউ পাবেনা,
খুঁজে পাবে সবার মাঝে,
সকল স্বর্গ সুখ।
খোদ খোদার,
মিলবে দীদার,
গর্বে তোমার,
স্বস্তি সবার,
হবে প্রিয় মুখ;
রবের দেয়া,
সব ওয়াদা,
পূর্ণ পাওয়া,
সব জাহানের সুখ।
সাম্যবাদের,
সাম্যবোধের,
চিরবিদ্রোহী,
আপন ত্যাজে,
জ্বলে ওঠো,
চিরবিপ্লবী।
০৩/০৪/২০১৮ ঈসায়ী সাল। 

লেখক সম্পর্কে

পরিচয়ঃ নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া|লেখালেখি: আরিফ শামছ্|পিতা: বিশিষ্ট সমাজ ও সাহিত্যসেবক,কবি ক্বারী আলহাজ্ব শামছুল ইসলাম ভূঁইয়া (রাহঃ)।সহকারি প্রকৌশলী,বাংলাদেশ তার ও টেলিফোন (বি.টি এন্ড টি- বি.টি.সি. এল)।মাতা: মোয়াল্লিমা হালীমা সাদীয়া ভূঁইয়া। জন্ম ও শিক্ষা: চট্রগ্রাম বিভাগের তিতাসবিধৌত,সাহিত্য-সংস্কৃতির উর্বরভূমি,ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার ভাদুঘর গ্রামের ভূ্ঁইয়া পাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৪ঠা মে,১৯৭৯ সালে জন্ম গ্রহণ করেন।পেশা:মদীনা,প্রবাসী। পড়াশোনা: প্রাথমিক বিদ্যালয় থেকে বরাবরই ফার্ষ্ট বয় ছিলেন।হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৫ সালে কৃতিত্বের সাথে ১ম বিভাগে পাশ করেন।১৯৯৭ সালে ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।২০০১ সালে,বি.এস.এস (সন্মান-অর্থনীতি), ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ,২০০৩ সালে, এম.এস.এস (অর্থনীতি),সরকারি তিতুমীর কলেজ,ঢাকা।বি.এড. বাংলাদেশ টিচার্স ট্রেইনিং কলেজ,ঢাকা (জাতীঃবিঃ),এম.এড (ঢাকা বিশ্ববিদ্যালয়)।ঠিকানা:ফখরে বাঙ্গাল নিবাস,ভূঁইয়া পাড়া,বাড়ী# ১২৩৪,ওয়ার্ড# ১২, গ্রাম:ভাদুঘর,পোষ্ট:ভাদুঘর।থানা:সদর,জিলা:বি.বাড়ীয়া-৩৪০০।
আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) +966566756176