বিপ্লবী (১৩)-শেষঅংশ
১৫ জুন ২০২৪
ARIFUL ISLAM BHUIYAN
পংকিল প্রেমে, জড়ায় পাপে,
স্বর্গ হতে জাহান্নামে,
খোদার বিধান ভূলে গিয়ে,
ক্ষতিগ্রস্ত সব জাহানে।
বাগান সেতো পূণ্যে পূর্ণ,
থাকো যদি সতি,
মিলিয়ে দিবেন মহান প্রভু,
সেরা মাছুম পতি।
সেরা বাগে, ফুটবে সদা,
সুবাস সেরা ফুল,
কেয়ামতের শেষ অবধি,
পুতঃ রবে কুল।
চলোনা ভাই শপথ করি,
সবাই মিলে মিশি,
পূণ্য জনের, আগমনে,
খুশি দিবানিশি।
প্রেম প্রীতি, সস্তা গীতি,
নষ্ট প্রেমের, ভ্রষ্ট নীতি,
ক্ষণিক আবেগ, মোহ হতে,
সাফ রাখিব রুহ।
দুঃখ মাঝে কেউ রবেনা,
ব্যাথার অনল কেউ পাবেনা,
খুঁজে পাবে সবার মাঝে,
সকল স্বর্গ সুখ।
খোদ খোদার,
মিলবে দীদার,
গর্বে তোমার,
স্বস্তি সবার,
হবে প্রিয় মুখ;
রবের দেয়া,
সব ওয়াদা,
পূর্ণ পাওয়া,
সব জাহানের সুখ।
সাম্যবাদের,
সাম্যবোধের,
চিরবিদ্রোহী,
আপন ত্যাজে,
জ্বলে ওঠো,
চিরবিপ্লবী।
০৩/০৪/২০১৮ ঈসায়ী সাল।
স্বর্গ হতে জাহান্নামে,
খোদার বিধান ভূলে গিয়ে,
ক্ষতিগ্রস্ত সব জাহানে।
বাগান সেতো পূণ্যে পূর্ণ,
থাকো যদি সতি,
মিলিয়ে দিবেন মহান প্রভু,
সেরা মাছুম পতি।
সেরা বাগে, ফুটবে সদা,
সুবাস সেরা ফুল,
কেয়ামতের শেষ অবধি,
পুতঃ রবে কুল।
চলোনা ভাই শপথ করি,
সবাই মিলে মিশি,
পূণ্য জনের, আগমনে,
খুশি দিবানিশি।
প্রেম প্রীতি, সস্তা গীতি,
নষ্ট প্রেমের, ভ্রষ্ট নীতি,
ক্ষণিক আবেগ, মোহ হতে,
সাফ রাখিব রুহ।
দুঃখ মাঝে কেউ রবেনা,
ব্যাথার অনল কেউ পাবেনা,
খুঁজে পাবে সবার মাঝে,
সকল স্বর্গ সুখ।
খোদ খোদার,
মিলবে দীদার,
গর্বে তোমার,
স্বস্তি সবার,
হবে প্রিয় মুখ;
রবের দেয়া,
সব ওয়াদা,
পূর্ণ পাওয়া,
সব জাহানের সুখ।
সাম্যবাদের,
সাম্যবোধের,
চিরবিদ্রোহী,
আপন ত্যাজে,
জ্বলে ওঠো,
চিরবিপ্লবী।
০৩/০৪/২০১৮ ঈসায়ী সাল।