পোস্টস

কবিতা

রাসূলের (সাঃ) সমীপে 

১৫ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

(স্নেহধন্য  বড় ভাগিনা মাওলানা জামিল হোসাইন সিরাজী ওমরা হজ্বের সফরে।সুমহান আল্লাহ তাআ'লা তাঁকে হাজ্বে মাকবুল নসীব করুক।আমীন। তাঁরই অনুরোধে লেখা রাসূল (সাঃ) এর শানে)
"আলহামদুলিল্লাহি নাহমাদুহু,
ওয়ানাসতাঈনুহু, ওয়ানাস্তাগফিরুহু,
ওয়াস সালাতু, ওয়াসসালামু,
আ'লা নাবিয়্যাল্লাহ, ওয়া রাসুলুহু"।
দয়াময় আল্লাহ, দরবারে তোমার,
অগনিত প্রশংসা, স্তুতি গেয়ে যায়।
অসীম করুনা দ্বারা, নবীর রওজায়,
হাজির আমি হাজির, পাপী বান্দায়।
"ইয়া নবী সালামু আ'লাইকা,
ইয়া রাসূল সালামু  আ'লাইকা"।
লাখো কোটি দরুদ ও সালাম,
প্রিয় রাসূল, ওগো আমার!
শেষ জমানার প্রান্ত তীরে,
কিবলা হতে পূর্ব দিকে,
জন্মভূমি বাংলাদেশ।
হৃদয় ভরে আশা নিয়ে,
ভালবাসার সুবাস দিয়ে,
জানাই সালাম অশেষ।
উষ্ণ মাখা, দরদভরা, 
হৃদয় নিয়ে হাজির হলাম,
প্রীতি ও প্রেমের তৃষ্ণা নিয়ে,
ভালোবাসা জানায় অপার।
ইয়া নবী সালামু আ'লাইকা,
ইয়া রাসূল সালামু  আ'লাইকা।
অগনিত সালাম জানায়,
প্রাণের প্রিয় রাসূল,
ইচ্ছে জাগে, তোমার যুগে,
ফিরে যেতে, প্রিয় বুলবুল!
বলতে বড় সাধ জাগে মোর
সাহাবাদের মতো,
মা-বাবা মোর, আমি সহ
কুরবান হউক যতো।
অপার তৃষ্ণা বুকের মাঝে, 
দেখতে পেলে খুশি,
নূরে মুজাসসাম রুপ-অপরুপ
চাঁদের চেয়ে বেশি। 
কোরআন হাদীস পাঠে, 
হয়যে মনে, তোমার দরবারে,
শুনছি সবি কন্ঠে তব,
সাহাবাদের ভীঁড়ে।
 

চ্যাপ্টার সমূহ