রাসূলের (সাঃ) সমীপে -শেষঅংশ
June 15, 2024
ARIFUL ISLAM BHUIYAN
সওয়াল জওয়াব, ধারাবাহিক
চলছে অবিরত,
অজানাকে জানার নূরে,
করলে' আলোকিত।
ওগো মোদের পেয়ারা রাসূল (সাঃ),
বিশ্ব আবার নিঃস্ব হলো,
অহমিকা, স্বার্থপরে, ভরে গেলো,
ভেদ-ভেদাভেদ, জাতি জাতি।
যুদ্ধ করে, জেল-জুলুমে মরছে অতি।
নেইযে মহান নেতা!
চারিদিকে নির্যাতনের স্টীম রোলার,
চালায় জালিম বাদশাহী,
পলে পলে, কলে ছলে, মারছে শিশু,
বন্দী করে, অত্যাচারে মারছে নারী।
ঘুমিয়ে জাতির কান্ডারী।
"ইয়া নবী সালামু আ'লাইকা,
ইয়া রাসূল সালামু আ'লাইকা"।
দরুদ সালাম পেশ করে শেষে,
চায়গো দোয়া সবার তরে,
প্রিয় বান্দা আল্লাহ তাআ'লার,
তোমার প্রিয় হয়ে,
দেখা যেনো করতে পারি,
রোজ হাশরের মাঠে।
দ্বীনের দাঈ, যুগের নকীব,
কল্যাণের রাহবর,
ইসলামের সেবার তরে,
নিয়োগ থাকি বরাবর।
শেষ জমানার এতিম উম্মত,
দূর্বল ঈমানদার,
দোয়া চায়, জাতির তরে,
দরবারে খোদার।
"ইয়া নবী সালামু আ'লাইকা,
ইয়া রাসূল সালামু আ'লাইকা"।
১২/০৪/২০১৮ ঈসায়ী সাল।
চলছে অবিরত,
অজানাকে জানার নূরে,
করলে' আলোকিত।
ওগো মোদের পেয়ারা রাসূল (সাঃ),
বিশ্ব আবার নিঃস্ব হলো,
অহমিকা, স্বার্থপরে, ভরে গেলো,
ভেদ-ভেদাভেদ, জাতি জাতি।
যুদ্ধ করে, জেল-জুলুমে মরছে অতি।
নেইযে মহান নেতা!
চারিদিকে নির্যাতনের স্টীম রোলার,
চালায় জালিম বাদশাহী,
পলে পলে, কলে ছলে, মারছে শিশু,
বন্দী করে, অত্যাচারে মারছে নারী।
ঘুমিয়ে জাতির কান্ডারী।
"ইয়া নবী সালামু আ'লাইকা,
ইয়া রাসূল সালামু আ'লাইকা"।
দরুদ সালাম পেশ করে শেষে,
চায়গো দোয়া সবার তরে,
প্রিয় বান্দা আল্লাহ তাআ'লার,
তোমার প্রিয় হয়ে,
দেখা যেনো করতে পারি,
রোজ হাশরের মাঠে।
দ্বীনের দাঈ, যুগের নকীব,
কল্যাণের রাহবর,
ইসলামের সেবার তরে,
নিয়োগ থাকি বরাবর।
শেষ জমানার এতিম উম্মত,
দূর্বল ঈমানদার,
দোয়া চায়, জাতির তরে,
দরবারে খোদার।
"ইয়া নবী সালামু আ'লাইকা,
ইয়া রাসূল সালামু আ'লাইকা"।
১২/০৪/২০১৮ ঈসায়ী সাল।