পরের চ্যাপ্টার আগের চ্যাপ্টার

রাসূলের (সাঃ) সমীপে -শেষঅংশ

১৫ জুন ২০২৪

আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)

সওয়াল জওয়াব, ধারাবাহিক
চলছে অবিরত,
অজানাকে জানার নূরে,
করলে' আলোকিত।
ওগো মোদের পেয়ারা রাসূল (সাঃ),
বিশ্ব আবার নিঃস্ব হলো,
অহমিকা, স্বার্থপরে, ভরে গেলো,
ভেদ-ভেদাভেদ, জাতি জাতি।
যুদ্ধ করে, জেল-জুলুমে মরছে অতি।
নেইযে মহান নেতা!
চারিদিকে নির্যাতনের স্টীম রোলার,
চালায় জালিম বাদশাহী,
পলে পলে, কলে ছলে, মারছে শিশু,
বন্দী করে, অত্যাচারে মারছে  নারী।
ঘুমিয়ে জাতির কান্ডারী।
"ইয়া নবী সালামু আ'লাইকা,
ইয়া রাসূল সালামু  আ'লাইকা"।
দরুদ সালাম পেশ করে শেষে,
চায়গো দোয়া সবার তরে,
প্রিয় বান্দা আল্লাহ তাআ'লার, 
তোমার প্রিয় হয়ে,
দেখা যেনো করতে পারি, 
রোজ হাশরের মাঠে।
দ্বীনের দাঈ, যুগের নকীব, 
কল্যাণের রাহবর,
ইসলামের সেবার তরে,
নিয়োগ থাকি বরাবর।
শেষ জমানার এতিম উম্মত,
দূর্বল ঈমানদার,
দোয়া চায়, জাতির তরে,
দরবারে খোদার।
"ইয়া নবী সালামু আ'লাইকা,
ইয়া রাসূল সালামু  আ'লাইকা"।
১২/০৪/২০১৮ ঈসায়ী সাল। 

লেখক সম্পর্কে

পরিচয়ঃ নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া|লেখালেখি: আরিফ শামছ্|পিতা: বিশিষ্ট সমাজ ও সাহিত্যসেবক,কবি ক্বারী আলহাজ্ব শামছুল ইসলাম ভূঁইয়া (রাহঃ)।সহকারি প্রকৌশলী,বাংলাদেশ তার ও টেলিফোন (বি.টি এন্ড টি- বি.টি.সি. এল)।মাতা: মোয়াল্লিমা হালীমা সাদীয়া ভূঁইয়া। জন্ম ও শিক্ষা: চট্রগ্রাম বিভাগের তিতাসবিধৌত,সাহিত্য-সংস্কৃতির উর্বরভূমি,ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার ভাদুঘর গ্রামের ভূ্ঁইয়া পাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৪ঠা মে,১৯৭৯ সালে জন্ম গ্রহণ করেন।পেশা:মদীনা,প্রবাসী। পড়াশোনা: প্রাথমিক বিদ্যালয় থেকে বরাবরই ফার্ষ্ট বয় ছিলেন।হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৫ সালে কৃতিত্বের সাথে ১ম বিভাগে পাশ করেন।১৯৯৭ সালে ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।২০০১ সালে,বি.এস.এস (সন্মান-অর্থনীতি), ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ,২০০৩ সালে, এম.এস.এস (অর্থনীতি),সরকারি তিতুমীর কলেজ,ঢাকা।বি.এড. বাংলাদেশ টিচার্স ট্রেইনিং কলেজ,ঢাকা (জাতীঃবিঃ),এম.এড (ঢাকা বিশ্ববিদ্যালয়)।ঠিকানা:ফখরে বাঙ্গাল নিবাস,ভূঁইয়া পাড়া,বাড়ী# ১২৩৪,ওয়ার্ড# ১২, গ্রাম:ভাদুঘর,পোষ্ট:ভাদুঘর।থানা:সদর,জিলা:বি.বাড়ীয়া-৩৪০০।
আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) +966566756176