#অভাবী আশ্রয় নিল
আব্দুল মাজেদ
২
৪
৬
৮
১০ অক্ষর।
এবার
সেই অভাবী
লোভে আশ্রয় নিল
চতুর এক ডাকাতের বাড়ি,
দিনদিন পড়ে ডাকাত দিলো ঝাড়ি।
আলোর
মুখটা যেন
নিমিষেই মলিনে,
ডাকাত বললো, তোদের সাথে
আমরা আর হাসির থোতমা চলিনে।
কত
কিছু দিবে
বলে দিলো কথার
লাথি থাপ্পড়, চড় উপহার,
নিরব নিস্তব্ধ সব মন চুপোহার।
সেথায়
বুঝি বুঝে
গেছে ভবিষ্যত, তাই
বলেনা কেহ এক কথাও।
সাহস নেই চাপিয়ে রাখছে ব্যাথাও।
ছিল
সে ডাকাতের
বড় লম্বা কাপড় ,
তারাও খোদায় সাড়া দিতো
লুকিয়ে থাকা এক লোভী সাপোর।