Posts

কবিতা

ও_বাঁধন_ছিড়ে_গেছে

June 16, 2024

আব্দুল মাজেদ

Original Author আব্দুল মাজেদ

#ও_বাঁধন_ছিড়ে_গেছে।

আব্দুল মাজেদ।

না।
ও বাঁধন ছিড়ে গেছে। 
এমনকি
চোখে জলও এসেছে। 
সে জলে
গালও ভিজেছে,
আরও ভিজেছে
শীতের গায়ের পুরাতন কাথা।
সে বেদনা কী 
নতুন করে মনে করিয়ে দিতে চাও??
চল
আগাই অমৃতের বিপরীতে। 
অথবা, 
সর্বশান্ত বেদের জীবনে।
শুধু নাই নাই বলে
তবুও পৃথিবীতে থাকার কত চেষ্টা,
এ বাঁধন ছিড়ে যায় না

Comments

    Please login to post comment. Login