আদর্শ বাবা-শেষঅংশ
June 16, 2024
ARIFUL ISLAM BHUIYAN
দেশ সমাজে মুক্ত হাতে,
দিতে অনেক কিছু,
নারী, শিশুর ক্বোরান তা'লীম,
এজতেমা ও ছিলো।
দিতে অনেক কিছু,
নারী, শিশুর ক্বোরান তা'লীম,
এজতেমা ও ছিলো।
বাগে আতিক, দরবারে ইউনুছিয়া,
দারুল ক্বিরাত সবি,
ফুল ফসলে ভরে ওঠুক,
প্রভুর কাছে চাহি।
দারুল ক্বিরাত সবি,
ফুল ফসলে ভরে ওঠুক,
প্রভুর কাছে চাহি।
চিরসুখে রওগো বাবা,
বেহেশ্ত কাননে,
সুমহান আল্লাহ তা'আলার,
রহম করমে।
বেহেশ্ত কাননে,
সুমহান আল্লাহ তা'আলার,
রহম করমে।
মাফ করে দাও, দয়াল প্রভু,
সকল পাপ ও তাপ,
বন্ধ করো, আজাব যতো,
দাওগো জান্নাত।
সকল পাপ ও তাপ,
বন্ধ করো, আজাব যতো,
দাওগো জান্নাত।
১৭/০৬/২০১৮ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস, ভূঁইয়া বাড়ী,
বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,
ভাদুঘর, সদর, বি.বাড়ীয়া-৩৪০০।
ফখরে বাঙ্গাল নিবাস, ভূঁইয়া বাড়ী,
বাড়ী# ১২৩৪, ওয়ার্ড# ১২,
ভাদুঘর, সদর, বি.বাড়ীয়া-৩৪০০।