Posts

কবিতা

তারপর...

June 16, 2024

ARIFUL ISLAM BHUIYAN

88
View

দেখা হয় মুখোমুখি , 
বসে-বসি পাশাপাশি,
প্রয়োজনে অপ্রয়োজনে,
হাই, হ্যালো বলি।
তারপর..............
কথা বলিতে বলিতে,
জল্পনা, কল্পনার অবসানে,
মুখোমুখি, পাশাপাশি,
শ্রেণী সীমানা পেড়িয়ে,
জানা-অজানা কত দূরে!
মা-বাবা, ভাই, বোন ও স্বজন,
কেউ জানে, কভু জানেনা,
ভুলেও ভেবে দেখেনা।
স্বাধীনতার নামে,
লাগামহীন আত্মঘাতী, 
স্বেচ্ছাচারিতা চলে,
বেশুমার বেলা-অবেলা।
সুস্থতার ত্রি-সীমানা তোয়াক্কা না করে,
অসুস্থ মন-মানসিকতার, নেশা-ঘোরে,
ভাল-মন্দের দেয়াল মুছে,
অচেনা রাজ্যের, ভয়ংকর উদ্ভট গন্ধে,
কত বেলা কাটে!
পথে-বিপথে, মাঠে-প্রান্তরে,
পার্কে, রেস্তোরা, অন্ধ প্রকোষ্ঠে।
কেউ দেখেনা, কেউ দেখে,
কিছুই পারেনা উচ্চারণে,
তীব্র প্রতিবাদের আক্রোশে,
কারণ ধর্ষণের সংজ্ঞাটাই,
বদলে দিয়েছে,
কুচক্রীমহল!
 

Comments

    Please login to post comment. Login