তারপর...শেষঅংশ
June 16, 2024
ARIFUL ISLAM BHUIYAN
তাদের লোভ-লালসার পাত্রী করে,
টেনে হিঁচড়ে, ঘর থেকে বাহিরে এনে,
ছলে বলে কৌশলে,
স্বাধীনতার কথা বলে,
মহামূল্যবান সব ছিনিয়ে,
বানায় অকুতোভয় পতিতা,
মুখোশের আঁড়ালে আরেক পরিচয়,
ছদ্মরূপ বেশ্যার বেসাতী হরদম।
আস্ত জাহান্নাম, আস্থাহীন সংসারে।
বিশ্বাস নেই কারো, একে অপরে,
বিশ্বাসহন্তা বিশ্বাস করেনা নিজেরে।
অঘটন-ঘটন পটিয়সী, ওরা বুদ্ধিজীবী!
সাহিত্যিক, সমাজ সংস্কৃতির কান্ডারী!
ওদের কলমের ডগায় জন্ম নেয়,
অকল্পনীয় অশ্লীলতার মোড়কে,
সাহিত্যচর্চার অপরিনামদর্শী বাঁকে,
রগরগে যৌণতা, উদগ্র কামনার তরে,
পবিত্রতার আত্মাহুতির মহড়া চলে।
টেনে হিঁচড়ে, ঘর থেকে বাহিরে এনে,
ছলে বলে কৌশলে,
স্বাধীনতার কথা বলে,
মহামূল্যবান সব ছিনিয়ে,
বানায় অকুতোভয় পতিতা,
মুখোশের আঁড়ালে আরেক পরিচয়,
ছদ্মরূপ বেশ্যার বেসাতী হরদম।
আস্ত জাহান্নাম, আস্থাহীন সংসারে।
বিশ্বাস নেই কারো, একে অপরে,
বিশ্বাসহন্তা বিশ্বাস করেনা নিজেরে।
অঘটন-ঘটন পটিয়সী, ওরা বুদ্ধিজীবী!
সাহিত্যিক, সমাজ সংস্কৃতির কান্ডারী!
ওদের কলমের ডগায় জন্ম নেয়,
অকল্পনীয় অশ্লীলতার মোড়কে,
সাহিত্যচর্চার অপরিনামদর্শী বাঁকে,
রগরগে যৌণতা, উদগ্র কামনার তরে,
পবিত্রতার আত্মাহুতির মহড়া চলে।
১৬/০১/২০১৯ ঈসায়ী সাল।
সাতরাস্তা-হাতিরঝিল,
ঢাকা।
সাতরাস্তা-হাতিরঝিল,
ঢাকা।