পরের চ্যাপ্টার আগের চ্যাপ্টার

তারপর...শেষঅংশ

১৬ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

তাদের লোভ-লালসার পাত্রী করে,
টেনে হিঁচড়ে, ঘর থেকে বাহিরে এনে,
ছলে বলে কৌশলে,
স্বাধীনতার কথা বলে,
মহামূল্যবান সব ছিনিয়ে,
বানায় অকুতোভয় পতিতা,
মুখোশের আঁড়ালে আরেক পরিচয়,
ছদ্মরূপ বেশ্যার বেসাতী হরদম।
আস্ত জাহান্নাম, আস্থাহীন সংসারে।
বিশ্বাস নেই কারো, একে অপরে,
বিশ্বাসহন্তা বিশ্বাস করেনা নিজেরে। 
অঘটন-ঘটন পটিয়সী, ওরা বুদ্ধিজীবী!
সাহিত্যিক, সমাজ সংস্কৃতির কান্ডারী!
ওদের কলমের ডগায় জন্ম নেয়,
অকল্পনীয় অশ্লীলতার মোড়কে,
সাহিত্যচর্চার অপরিনামদর্শী বাঁকে,
রগরগে যৌণতা, উদগ্র কামনার তরে,
পবিত্রতার আত্মাহুতির মহড়া চলে।

১৬/০১/২০১৯ ঈসায়ী সাল।
সাতরাস্তা-হাতিরঝিল,
ঢাকা।

লেখক সম্পর্কে

পরিচয়ঃ নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া|লেখালেখি: আরিফ শামছ্|পিতা: বিশিষ্ট সমাজ ও সাহিত্যসেবক,কবি ক্বারী আলহাজ্ব শামছুল ইসলাম ভূঁইয়া (রাহঃ)।সহকারি প্রকৌশলী,বাংলাদেশ তার ও টেলিফোন (বি.টি এন্ড টি- বি.টি.সি. এল)।মাতা: মোয়াল্লিমা হালীমা সাদীয়া ভূঁইয়া। জন্ম ও শিক্ষা: চট্রগ্রাম বিভাগের তিতাসবিধৌত,সাহিত্য-সংস্কৃতির উর্বরভূমি,ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার ভাদুঘর গ্রামের ভূ্ঁইয়া পাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৪ঠা মে,১৯৭৯ সালে জন্ম গ্রহণ করেন।পেশা:মদীনা,প্রবাসী। পড়াশোনা: প্রাথমিক বিদ্যালয় থেকে বরাবরই ফার্ষ্ট বয় ছিলেন।হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৫ সালে কৃতিত্বের সাথে ১ম বিভাগে পাশ করেন।১৯৯৭ সালে ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।২০০১ সালে,বি.এস.এস (সন্মান-অর্থনীতি), ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ,২০০৩ সালে, এম.এস.এস (অর্থনীতি),সরকারি তিতুমীর কলেজ,ঢাকা।বি.এড. বাংলাদেশ টিচার্স ট্রেইনিং কলেজ,ঢাকা (জাতীঃবিঃ),এম.এড (ঢাকা বিশ্ববিদ্যালয়)।ঠিকানা:ফখরে বাঙ্গাল নিবাস,ভূঁইয়া পাড়া,বাড়ী# ১২৩৪,ওয়ার্ড# ১২, গ্রাম:ভাদুঘর,পোষ্ট:ভাদুঘর।থানা:সদর,জিলা:বি.বাড়ীয়া-৩৪০০।
ARIFUL ISLAM BHUIYAN ARIFUL ISLAM BHUIYAN +966566756176