পোস্টস

উপন্যাস

ফ্লয়েডিয়ান (প্রিমিয়াম)

১৯ জুন ২০২৪

মিলু আমান

“সীড, সীড, জলদি উঠো।”
সীড ঘুমাচ্ছে, নাকি অচেতন হয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। রজার অসহায় হয়ে রিক আর নিকের দিকে তাকিয়ে বলে, “কী করি সীডকে নিয়ে বলো, তো? একটু পর শো, আর তিনি ড্রাগস নিয়ে বেহুঁশ...”
নিক কোনো উত্তর না দিয়ে, এক জগ পানি সীডের মাথায় ঢেলে দেয়। সীড ধীর গতিতে চোখ খোলে, যেন কিছুই হয়নি এমনভাবে বলে, “আরে তোমরা, কখন আসলে?”
রিক বলে, “আজ শো আছে সীড, ভুলে গেছ নাকি? প্র্যাকটিসেও আসোনি...”
সীড তাচ্ছিল্যের সাথে বলে, “ও, তাই নাকি? কখন?”
“আমি ভ্যানে অপেক্ষা করছি,” এই বলে রজার ঘর থেকে রাগ করে বেরিয়ে যায়।
রিক বলে, “এখনও রওনা দিলে শো ধরা সম্ভব হবে। কিন্তু তুমি ঠিক আছো?”
“অবশ্যই!” বলে সীড চট করে উঠে দাঁড়ায়, কিন্তু সাথে সাথেই ঢলে পড়ে যেতে নেয়। নিক দ্রুত ধরে ফেলে। “কেন যে তুমি এমন মরণ নেশা ধরলে সীড! সবাই মিলে এত বারণ করার পরও ছাড়তে পারছ না। কী করি তোমায় নিয়ে...”
সীড হেসে দিয়ে বলে, “এতেই ভয় পেয়ে গেলে? এত সহজে মরছি না। চলো, কোথায় শো...”
তারা যথাসময়েই ইউফো ক্লাবে পৌঁছায়। ক্লাবের উপস্থাপক বলে উঠে, “এনজয় দ্য লাইটস অ্যান্ড সাউন্ড অফ সাইকেডেলিক মিউজিক উইথ পিংক ফ্লয়েড।”
সবাই একে একে স্টেজে উঠে, সীড উঠতে গিয়ে হোঁচট খায়। আর একটু হলে পড়েই যেত, রজার শক্ত হাতে তাকে ধরে ফেলে। রজার বলে, “আর ইউ ওকে, সীড?”
সীড কোনো উত্তর দেয় না, মুচকি হাসে শুধু

এটি একটি প্রিমিয়াম পোস্ট।